সুপ্রিম কোর্টের রায় এবার মিলবে বাংলাতেও

মোট ৯ আঞ্চলিক ভাষায় রায় অনুবাদ করে তা দেওয়া হবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে

Updated By: Jul 25, 2019, 01:25 PM IST
সুপ্রিম কোর্টের রায় এবার মিলবে বাংলাতেও

নিজস্ব প্রতিবেদন: দাবি ছিল বহুদিনের। এবার তা পূরণ হল এতদিনে। সুপ্রিম কোর্টের রায় এবার মিলবে বাংলাতেও। সুপ্রিম কোর্টের রায় প্রাথমিকভাবে মোট ৬টি আঞ্চলিক ভাষায় মিলবে বলে জানা গিয়েছিল। এবার আঞ্চলিক ভাষার সংখ্যা বেড়ে হল ৯। সেই তালিকায় রয়েছে বাংলাও।

আরও পড়ুন-জানলার বাইরে হাত, টালিগঞ্জে পিলারে ধাক্কা খেয়ে বাসযাত্রীর হাত 'ছিঁড়ে' পড়ল নর্দমায়

বুধবার লোকসভায় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, সুপ্রিম কোর্টের রায় এবার বাংলাতেও অনুবাদ করা হবে। বাংলা ছাড়াও আরও ৮টি আঞ্চলিক ভাষায় রায় অনুবাদ করে তা দেওয়া হবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। ওই ৯টি আঞ্চলিক ভাষা হল অহমিয়া, বাংলা, হিন্দি, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু ও উর্দু।

আরও পড়ুন-কোন্নগরের নিগৃহীত অধ্যাপককে ফোন মুখ্যমন্ত্রীর, দুঃখপ্রকাশ, নিরাপত্তাহীনতার অভিযোগ সুব্রতবাবুর

উল্লেখ্য, ২০১৭ সালে বিষয়টি নিয়ে মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। কেরল হাইকোর্টের এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মানুষের শুধু ন্যায় বিচার পাওয়াই উচিত নয় বরং তিনি যে ভাষা বোঝেন সেই ভাষাতেই তাঁদের রায় বোঝার সুযোগ করে দেওয়াও উচিত।

.