সুনন্দার জন্য এখনও কাঁদেন, বললেন শশী থারুর

স্ত্রীর না থাকাটা মন থেকে মেনে নিতে পারছেন না শশী থারুর। রবিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কার তিনি বলেন, সুনন্দা পুস্করকে তিনি এখন ভীষণ ভাবে মিস করেন। সুনন্দা পুরস্করের চলে যাওয়া তাঁর কাছে অত্যন্ত বেদনার। তবু জীবন যেহেতু থেমে থাকে না তাই তাঁর সঙ্গে কাটানো মধূর স্মৃতীগুলিই এখন তাঁর জীবনের অমূল্য সম্পদ।

Updated By: Feb 24, 2014, 10:59 AM IST

স্ত্রীর না থাকাটা মন থেকে মেনে নিতে পারছেন না শশী থারুর। রবিবার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কার তিনি বলেন, সুনন্দা পুস্করকে তিনি এখন ভীষণ ভাবে মিস করেন। সুনন্দা পুরস্করের চলে যাওয়া তাঁর কাছে অত্যন্ত বেদনার। তবু জীবন যেহেতু থেমে থাকে না তাই তাঁর সঙ্গে কাটানো মধূর স্মৃতীগুলিই এখন তাঁর জীবনের অমূল্য সম্পদ।

এমন কথাই জানিয়েছেন শশী। তবে তাঁর এই ব্যক্তিগত ঘটনা থেকে কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ এই কংগ্রেস নেতার। এঅবস্থায় তাঁর ছেলে, বাবা সহ গোটা পরিবার তাঁর পাশে থাকায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন শশী থারুর। রবিবারের সাক্ষাত্‍কারে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে সুনন্দা পুস্করের মৃত্যুর ঘটনার তদন্তে তিনি সবরকম সহযোগিতা করছেন।

.