বিমানে আত্মঘাতী বিস্ফোরণের হুমকি, বিমানবন্দরগুলিতে চরম সতর্কতা
নাশকতার হুমকি। দেশের সবকটি বিমানবন্দরে চড়ম সতর্কতা জারি। একটি চিঠিতে নির্দিষ্ট দুটি বিমানে নাশকতার হুমকি দেওয়া হয়েছে। হুমকিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিমানবন্দর। সেই করণেই কোনও রকম ঝুঁকি নিতে চাইছেনা ওপরতলার কর্তৃপক্ষ।
নয়াদিল্লি: নাশকতার হুমকি। দেশের সবকটি বিমানবন্দরে চড়ম সতর্কতা জারি। একটি চিঠিতে নির্দিষ্ট দুটি বিমানে নাশকতার হুমকি দেওয়া হয়েছে। হুমকিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিমানবন্দর। সেই করণেই কোনও রকম ঝুঁকি নিতে চাইছেনা ওপরতলার কর্তৃপক্ষ।
হুমকির পরই দেশের সবকটি বিমানবন্দরগুলিকে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কোচি বিমান বন্দরে মোতায়েন করা হয়েছে বমস্কোয়ার্ড। একইভাবে নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে অন্য বিমানবন্দরগুলিতেও।
এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকের কাছে হুমকি চিঠিটি এসে পৌঁছয়। তাতে লেখা রয়েছে শুক্রবার রাতের আহমেদাবাদ-মুম্বই বিমান ও শনিবার সকালের মুম্বই- কোচি বিমান দুটিতে নিশানা করা হতে পারে।
আই বি-র রিপোর্ট অনুযায়ী শনিবার সকালে এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে আহমেদাবাদ গামী বিমানে আত্মঘাতী বিস্ফোরন হতে পারে।