বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় নিরাপত্তা কেন? লোকসভায় অমিতকে প্রশ্ন সুদীপের

লোকসভায় সুদীপ-অমিত কথার লড়াই। 

Updated By: Nov 27, 2019, 11:36 PM IST
বিজেপিতে যোগ দিলেই কেন্দ্রীয় নিরাপত্তা কেন? লোকসভায় অমিতকে প্রশ্ন সুদীপের

জ্যোতির্ময় কর্মকার: তৃণমূল ছেড়ে অন্য দলে (বিজেপি) যোগ দিলেই পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। লোকসভার বিতর্কে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পাল্টা জবাব, পশ্চিমবঙ্গে বিজেপি নেতানেত্রীদের নিরাপত্তা দরকার। তা শুনে রে রে করে ওঠেন তৃণমূল সাংসদরা। 

বুধবার এসপিজি সংশোধনী বিল নিয়ে বিতর্কে সরগরম ছিল লোকসভার অধিবেশন। গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই খড়গহস্ত ছিল কংগ্রেস। এর মাঝেই বাংলায় বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তার বহর নিয়ে প্রশ্ন তোলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সিআরপিএফ নিরাপত্তার প্রসঙ্গও তোলেন তৃণমূল সাংসদ। তাঁর কথয়,''রাজ্যপালের নিরাপত্তার খরচ বহন করতে হচ্ছে রাজ্যকে।''

সুদীপ বলেন, "নির্বাচিত জনপ্রতিনিধি নন, এমন কজনকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  তালিকা প্রকাশ করুন। আমাদের দল ছেড়ে অন্য দলে (বিজেপি) যোগ দিলেই রাইফেল, এলএমজি-সহ ৪ জন করে সিআরপিএফ জওয়ান নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে।" তাঁদের নিরাপত্তা প্রত্যাহারের দাবিও করেন সুদীপবাবু। তাঁর কটাক্ষ, ''অনেককেই কেউই চেনে না।''

জবাবি ভাষণে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে বিজেপি নেতানেত্রীদের কেন্দ্রীয় নিরাপত্তা দিতেই হবে।  বাংলার রাজ্যপালেরও জীবনহানির আশঙ্কা রয়েছে। অমিতের এমন জবাবের পর তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা। 

আরও পড়ুন- উদ্ধবের শপথগ্রহণে থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

.