এখনও জেলেই থাকতে হবে সাহারাশ্রী সুব্রত রায়কে

জেলেই থাকতে হবে সাহারাশ্রী সুব্রত রায়কে। সাহারার তরফে দাখিল করা আবেদন খারিজ করে আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমানতকারীদের টাকা ফেরত দিতে সাহারাকে নতুন প্রস্তাব দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। গত ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সাহারাশ্রী সুব্রত রায়কে।

Updated By: May 6, 2014, 04:41 PM IST

জেলেই থাকতে হবে সাহারাশ্রী সুব্রত রায়কে। সাহারার তরফে দাখিল করা আবেদন খারিজ করে আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আমানতকারীদের টাকা ফেরত দিতে সাহারাকে নতুন প্রস্তাব দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। গত ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় সাহারাশ্রী সুব্রত রায়কে।

৪ মার্চ থেকে তিহার জেলে রয়েছেন সুব্রত রায়। এর আগে পাঁচ হাজার কোটি টাকার বন্ডে শর্তাধীন জামিন ধার্য করে সুপ্রিম কোর্ট। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় জেলেই থাকতে হয় সুব্রত রায়কে।

আত্মসমর্পণ করার পর সুব্রতর আইনজীবী রাম জেঠমালানি সুপ্রিম কোর্টে শুনানি এগিয়ে আনার আবেদন জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল। নিজের বাড়িতে তাঁকে নজরবন্দি রাখার আবেদনও করেছিলেন সুব্রত। সেটাও খারিজ করে দেওয়া হয়েছিল।

.