শ্লীলতাহানির প্রতিবাদ, নাগপুরে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারালেন যুবক

বান্ধবীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ২৩ বছরের এক যুবক। বুধবার সন্ধেয় নাগপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

Updated By: Apr 18, 2013, 11:22 AM IST

বান্ধবীকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ২৩ বছরের এক যুবক। বুধবার সন্ধেয় নাগপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
গতকাল সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলেজ ছাত্র রোশন সামরিত মোটর বাইকে শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁর বান্ধবী ওপর একটি বাইকে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এই সময় আর একটি বাইকে সওয়ার অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তি মেয়েটিকে উত্যক্ত করা শুরু করে। রোশন প্রতিবাদ জানান। ওই তিনজনের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন রোশন। এরপর হঠাৎই তিন দুষ্কৃতীর মধ্যে একজন একটি দেশী রিভলভর বার করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রোশনের উপর গুলি চালায়।
এরপর রোশনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রতক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী রোশন ও দুষ্কৃতীদের মধ্যে বাদানুবাদের সময় তাদের ঘিরে ভিড় জমে যায়। কিন্তু কেউই রোশনদের সাহায্য করতে এগিয়ে আসেনি।

.