ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত

কম্পন অনুভূত হয়েছে ডিব্রুগড়, ডিমাপুর সদর, ইম্ফল, শিলচর এবং নাগাঁও-তেও। 

Updated By: Aug 26, 2019, 12:44 PM IST
ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত

নিজস্ব প্রতিবেদন: সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল। এ দিন সকাল ৮.১৮ নাগাদ কেঁপে ওঠে নাগাল্যান্ডের ভারত-মায়ানমারের সীমান্তবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। 

কম্পনের উপকেন্দ্র ছিল মায়ানমার। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী নাগাল্যান্ডের টিউয়েনসাঙের ১৩২ কিমি পূর্বে এর তীব্রতা ছিল ৪.৭। তবে এদিনের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: শ্রীনগরে জম্মু-কাশ্মীরের সচিবালয় থেকে সরানো হল 'আলাদা' পতাকা, উড়ছে তেরঙা

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুযায়ী কম্পন অনুভূত হয়েছে ডিব্রুগড়, ডিমাপুর সদর, ইম্ফল, শিলচর এবং নাগাঁও-তেও। চলতি মাসের ১৭ তারিখেও ইন্দো-মায়ানমার সীমান্ত কেঁপে উঠেছিল ভূমিকম্পে। যদিও সেবার কম্পনের মাত্রা ছিল খুবই কম। রিখটার স্কেলে সেবার ভূমিকম্পের মাত্রা ছিল ২.১।

উল্লেখ্য, বিশ্বের ষষ্ঠ কম্পনপ্রবণ বেল্ট হিসেবে পরিচিত অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ ও মণিপুর। 

Tags:
.