Hanuman Jayanti: দিল্লিতে হনুমান জয়ন্তির শোভযাত্রায় 'অশান্তি', পরিস্থিতির খোঁজ নিলেন অমিত শাহ

শোভাযাত্রার উপর পাথর ছোড়ার অভিযোগ। বেশ কয়েকজন পুলিস কর্মী আহত।

Updated By: Apr 16, 2022, 09:38 PM IST
Hanuman Jayanti: দিল্লিতে হনুমান জয়ন্তির শোভযাত্রায় 'অশান্তি', পরিস্থিতির খোঁজ নিলেন অমিত শাহ
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে হনুমান জয়ন্তির (Hanuman Jayanti) শোভযাত্রায় 'অশান্তি'। শোভাযাত্রার উপর পাথর ছোড়ার অভিযোগ। বেশ কয়েকজন পুলিস কর্মী আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে দিল্লির পুলিসের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sha)। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, শনিবার দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা দিয়ে একটি হনুমান জয়ন্তির (Hanuman Jayanti) শোভযাত্রা যাচ্ছিল। অভিযোগ, হঠাৎ করে সেই শোভাযাত্রার উপর পাথর ছোড়ে কয়েকজন দুষ্কৃতী। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অশান্তির পরিবেশ তৈরি হয়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিস কর্মী। যদিও পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছল বিশাল পুলিস। এলাকায় ২০০ জন ব়্যাফ মোতায়েন করা হয়। 

ঘটনা জানতে দিল্লির পুলিস কমিশনারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sha)। সূত্রের খবর, কেউ আইন ভাঙলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির লেফটেন্য়ান্ট গভর্নরের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.