লালু-কংগ্রেসের সঙ্গে মহাজোটেই আছি : শরদ যাদব
ওয়েব ডেস্ক: আমি এখনও রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের সঙ্গে মহাজোটেই আছি, আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শরদ যাদব। ফলে, তিনি যে 'পদ্ম-বন্ধু' নীতীশের সঙ্গে নেই তা সরাসরি না বললেও কার্যত এভাবেই জানিয়ে দিলেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রাক্তন প্রেসিডেন্ট। বিহারে মহাজোট ভেঙে নীতীশ ১১ কোটি মানুষের 'বিশ্বাস ভঙ্গ' করেছেন তা বলার পাশাপাশি তিনি নিজেও যে এই ঘটনায় অত্যন্ত মর্মাহত তা জানিয়েছেন শরদ যাদব।
লালু-কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে, নীতিশের মহাজোট ছেড়ে বিজেপির সঙ্গে জোট সরকার স্থাপন করার বিষয়টি বিহারের মানুষ ঠিক কীভাবে গ্রহণ করেছে তা বুঝে দেখতে বিহারে তিন দিনের জেলা সফরে বেড়িয়েছেন শরদ যাদব। অনেকেই মনে করছেন, শরদ যাদব আসলে মাঠে নেমে নীতীশের সিদ্ধান্তে ঠিক কী প্রতিক্রিয়া হয়েছে তা মেপে নিতে চাইছেন, আর তার পরেই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আবার অনেকের মতে, এই সফরের মাধ্যমে আসলে খানিকটা সময় কিনতে চাইছেন অভিজ্ঞ রাজনীতিক শরদ। কারণ, তিনি যদি সরাসরি দল ছাড়েন সেক্ষেত্রে তাঁর সাংসদ পদ চলে যাওয়ার সম্ভবনা রয়েছে ষোল আনা। তাই, নীতীশই যদি শরদ যাদবকে দল থেকে বিতাড়িত করেন সেটা অনেক বেশি 'সুবিধা' হবে তাঁর। তবে সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে নীতীশের জেডিইউ-এর সঙ্গে শরদের বিচ্ছেদ অনিবার্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।