মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশন ফুটব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা, পদপিষ্ট হয় মৃত কমপক্ষে ২২
ওয়েব ডেস্ক: মুম্বইয়ের পারেলের এলফিনস্টেন স্টেশনের কাছে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২২ জন। আহত ৩০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার সকালে এলফিনস্টোন স্টেশনের কাছে একটি ফুট ওভার ব্রিজের পদপিষ্ট হয়ে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়।
#UPDATE 22 people dead in the stampede at Elphinstone railway station's foot over bridge in Mumbai pic.twitter.com/Nd7dOrNCYJ
— ANI (@ANI) September 29, 2017
এদিন সকাল সাড়ে নটা নাগাদ বৃষ্টি হওয়ার বহু মানুষ ওই ব্রিজে আশ্রয় নিয়েছিলেন। লোয়ার পারেল ও এলফিনস্টোন স্টেশনের মাঝে প্রচুর লোক জমে যায়। ওই মাঝামাঝি জায়গাতেই ছিল ওই ফুট ওভার বির্রেজ। এর মধ্যেই এলফিনস্টোন স্টেশনে চারটি ট্রেন চলে আসে। ফলে ভিড়ের চাপ বিপুল বেড়ে যায়। রটে যায় শর্ট সার্কিট হয়েছে। এরপরই লোকজন আতঙ্কে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেন মানুষজন। এতেই ওই দুর্ঘটনা ঘটে যায় বলে মনে করা হচ্ছে। তবে শর্ট সার্কিটের গুজব না কি অন্য কোনও গুজব থেকে আতঙ্ক ছড়ায় তা নিয়ে তদন্ত চলছে।