Plane hits Pole: অল্পের জন্য রক্ষা, দিল্লি বিমানবন্দরে খুঁটিতে জোরাল ধাক্কা বিমানের

ঘটনার পরই স্পাইস জেটের Boeing 737-800 এর যাত্রীদের অন্য বিমানে জম্মু পাঠানো হয়

Updated By: Mar 28, 2022, 04:00 PM IST
Plane hits Pole: অল্পের জন্য রক্ষা, দিল্লি বিমানবন্দরে খুঁটিতে জোরাল ধাক্কা বিমানের

নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। দিল্লি বিমান বন্দরে ওড়ার আগে একটি খুঁটিতে ধাক্কা মারল বিমান। যাত্রীদের কোনও ক্ষতি না হলেও বিমানের ধাক্কায় তার নিজের ডানা ও খুঁটি দুয়েরই ক্ষতি হয়।

সোমবার দিল্লি থেকে জম্মু যাচ্ছিল স্পাইস জেটের একটি বিমান। প্যাসেঞ্জার টর্মিনাল থেকে রানওয়ের দিকে বিমানটি যাচ্ছিল তখন সেই ধাক্কা মারে রানওয়ের ধারে থাকা একটি খুঁটিতে। ধাক্কা লেগেই বিমানের ডানায় একটি গভীর ক্ষত হয়ে যায়। হেলে পড়ে খুঁটিটি।

ঘটনার পরই স্পাইস জেটের Boeing 737-800 এর যাত্রীদের অন্য বিমানে জম্মু পাঠানো হয়। এনিয়ে স্পাইস জেটের তরফে এক টুইট করে জানানো হয়েছে, স্পাইস জেটের SG 160 বিমানটির দিল্লি থেকে জম্মু উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পুশব্যাকের সময়ে বিমানটি একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটির ক্ষতি হয়েছে। অন্য একটি বিমানে যাত্রীদের জম্মু পাঠানো হয়েছে।

আরও পড়ুন-WB Assembly Clash: বগটুইকাণ্ড নিয়ে ধুন্ধুমার বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু-সহ ৫ বিজেপি বিধায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.