ভারতীয় সেনাবাহিনীতে স্মার্টফোন ব্যবহারে বাড়ছে নজরদারি
কখনও BSF, কখনও CRPF, কখনও সেনা জওয়ান। বাহিনীতে বিদ্রোহ। সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রায় রোজই ছড়াচ্ছে একের পর এক ক্ষোভের ভিডিও, তা আটকাতে এবার বাড়তি সতর্কতা সেনাবাহিনীতে। স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে বাড়ছে কড়াকড়ি।
ওয়েব ডেস্ক : কখনও BSF, কখনও CRPF, কখনও সেনা জওয়ান। বাহিনীতে বিদ্রোহ। সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রায় রোজই ছড়াচ্ছে একের পর এক ক্ষোভের ভিডিও, তা আটকাতে এবার বাড়তি সতর্কতা সেনাবাহিনীতে। স্মার্ট ফোন ব্যবহারের ক্ষেত্রে বাড়ছে কড়াকড়ি।
আরও পড়ুন- BSF-এর পর, এবার CRPF জনওয়ানের ভিডিও ঘিরে তোলপাড় দেশ!
নিষেধাজ্ঞা আগেই জারি ছিল স্মার্ট ফোনের ব্যবহারে। তবে গত কয়েকদিনে পরপর ভিডিও প্রকাশের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। ভিডিওয় কারোর অভিযোগ, খাবার নেই। বেতন নিয়ে অসন্তোষ থেকে সিনিয়রদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সবেরই ভিডিও এখন ভাইরাল বাজারে। এই পরিস্থিতিতে সেনা বাহিনী সূত্রে খবর, স্মার্ট ফোন ব্যবহারের ওপর বাড়বে নজরদারি।