Sourav Ganguly: ফের বিজেপির কাছাকাছি সৌরভ? ছত্তিশড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মহারাজকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্য়মন্ত্রী বিষ্ণু দেও সাই।

Updated By: Jan 3, 2024, 09:45 PM IST
Sourav Ganguly: ফের বিজেপির কাছাকাছি সৌরভ? ছত্তিশড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগে কখনও যাননি। বিজেপি ক্ষমতায় আসার পর, এবার ছত্তিশগড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-ও করলেন তিনি। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন দু'জনে।

আরও পড়ুন:  Gurugram: গ্যাংস্টারের গার্লফ্রেন্ডকে খুন, তারপর টেনেহিঁচড়ে BMW-তে...

ছত্তিশগড়ে সৌরভ। তাঁকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। কবে? আজ, বুধবার। সন্ধ্যায় রাইপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন মহারাজ। সূত্রের খবর, ক্রিকেটের প্রতি নিজের আগ্রহের কথা সৌরভকে জানান বিষ্ণু দেও সাই। বলেন, কাঠ দিয়ে নিজেই ব্য়াট তৈরি করতেন।

নাভা রায়পুরের স্টেডিয়ামের প্রশংসা করেন সৌরভ। মুখ্যমন্ত্রীকে তিনি বলেন,'আমি শুনেছি এখানে আন্তর্জাতিক ম্যাচও হয়েছে। শচিনের মতো বিখ্যাত খেলোয়াড়রা এখানে খেলেছেন'। কলকাতায় গিয়েছেন? সৌরভের প্রশ্নে জবাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী থাকাকালীন অনেকবার কলকাতায় যেতে হয়েছে'।

মুখ্যমন্ত্রী বলেন, 'ছত্তিশগড় বন সম্পদে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা। খনিজ পদার্থও পাওয়া যায়'। সৌরভ জানতে চান, 'আমি মোদীজিকে বাঘের ছবি তুলতে দেখেছি। এখানে বাঘের ছবি তুলেছিলেন? কানহাও ছত্তিশগড়ে'? মুখ্যমন্ত্রী জানান, 'কানহা মধ্যপ্রদেশে। আমরা রায়পুরে জঙ্গল সাফারি করেছি। প্রধানমন্ত্রী মোদীজি এখান এসেছেন। বাঘের ছবিও তুলেছিলেন'।

আরও পড়ুন:  Ram Mandir Prasad: রামলালার প্রসাদে এলাচ-ভোগ! তৈরি ৫ লাখ প্যাকেট, বসছে মেশিন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.