নেই মায়া-সোনিয়া, ‘বিজেপি ভাগাও, দেশ বাঁচাও’ জনসভায় ক্রমশ একা হচ্ছেন লালু

Updated By: Aug 24, 2017, 09:40 PM IST
নেই মায়া-সোনিয়া, ‘বিজেপি ভাগাও, দেশ বাঁচাও’ জনসভায় ক্রমশ একা হচ্ছেন লালু

ওয়েব ডেস্ক: একে একে সরে দাঁড়ালেন মায়াবতী, সোনিয়া। ফলে বিজেপির বিরুদ্ধে ‘বিজেপি ভাগাও, দেশ বাঁচাও’ অভি‌যানে একা ময়দানে লালু।

আগামী ২৭ অগাস্ট লালুপ্রসাদ ‌যাদবের নেতৃত্বে বিজেপি বিরোধী ‘বিজেপি ভাগাও, দেশ বাঁচাও’ জনসভায় না থাকার কথা জানিয়ে দিয়েছেন সোনিয়া গান্ধী ও মায়বতী। কংগ্রেসের পক্ষে জনসভায় থাকার কথা গুলাম নবি আজাদের। থাকার কথা সি পি ‌যোশীরও। মায়াবতীও নেই ওই সভায়। তবে প্রতিনিধি পাঠাবেন।

বিহারে আরজেডি-জেডিইউ জোট ভাঙার আগেই বিজেপি বিরুদ্ধে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছিলেন লালুপ্রসাদ ‌যাদব। সেই অভি‌যানে ‌যোগ দেওয়ার কথা বিরোধী জোটের রথীমহারথীদের। কিন্তু তাদের সংখ্যা ক্রমশই কমছে। লালুপ্রসাদের বিরুদ্ধে দুর্নীতির অভি‌যোগ এমনিতেই ছিল। বিজেপি আমলে তাঁর চারা ঘোটালা ফের চাগাড় দিয়ে উঠেছে। ফলে সোনিয়া হয়তো নিজে জড়াতে চাইছেন না। তবে মায়াবতীও কি সেটাই চাইছেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

রাজনৈতিক মহলের খবর, লালুপ্রসাদের ওই জনসভায় ‌যোগ দেওয়ার ব্যাপারে শর্ত আরোপ করেছে বসপা। তারা চাইছে আগামী লোকসভা নির্বাচনে মহাজোটে কারা কত আসনে লড়বে তা ঠিক করে দিতে হবে। তবে লালুপ্রসাদ ‌যাদব জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ ‌যাদব ওই জনসভায় থাকছেন।

আরও পড়ুন-গুরমীত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা

.