এইমস থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী
উদ্বেগ কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরে তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হয়। পাঁচ ঘণ্টা তিনি হাসপাতালে কাটান। ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন ভালই আছেন। তবে সোনিয়াকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্বেগ কাটিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। মঙ্গলবার রাত দেড়টা নাগাদ শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পরে তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁকে এইমস থেকে ছেড়ে দেওয়া হয়। পাঁচ ঘণ্টা তিনি হাসপাতালে কাটান। ডাক্তাররা জানিয়েছেন তিনি এখন ভালই আছেন। তবে সোনিয়াকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্ধ্যা সোয়া আটটা নাগাদ বুকে ব্যথা হন কংগ্রেসের পয়লা নম্বর নেত্রী। মাথা ঘোরার পাশাপাশি বমিও করেন তিনি। খাদ্য সুরক্ষা বিলে বিরোধীদের আনা নানা সংশোধনী নিয়ে ভোটাভুটি চলছিল। তার মধ্যেই সংসদ ছাড়েন সোনিয়া। সোনিয়াকে ধরে ধরে নিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা ও তাঁর পুত্র রাহুল গান্ধী। এইমসে নিয়ে যাওয়া হলে সনিয়াকে ভর্তি করে নেন চিকিৎসকরা। দু’বছর আগেও এক বার অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া। সে বার চিকিৎসা হয়েছিল আমেরিকায়।