হাসপাতালে সোনিয়া, তবে চিন্তা নেই বললেন চিকিত্‍সকরা

Updated By: Dec 19, 2014, 09:27 AM IST
হাসপাতালে সোনিয়া, তবে চিন্তা নেই বললেন চিকিত্‍সকরা

ফের হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার রাতে ফুসফুসে সংক্রমণ নিয়ে দিল্লির শ্রীগঙ্গারাম হাসপাতালে ভর্তি হন UPA চেয়ারপার্সন। AICC-র সাধারণ সম্পাদক অজয় মাকেন সংবাদসংস্থাকে এখবর জানিয়ে বলেন যে সংক্রমণ সোনিয়ার শ্বাসনালিতে ছড়িয়ে পড়েছে। তাঁকে পরীক্ষা করছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অরুপ কুমার বসুর। তবে চিকিত্‍সকরা জানিয়েছেন যে উদ্বেগের কোনও কারণ নেই।

শীতের মরশুমে এই ধরণের সমস্যা হামেশায় হয়। গতবছরও অসুস্থ হওয়ায় সোনিয়া গান্ধীকে এইমসে ভর্তি করা হয়। সেসময় লোকসভায় ইউপিএর বহু প্রতিক্ষীত খাদ্য সুরক্ষা বিল পেশ চূড়ান্ত পর্যায়ে ছিল। দু-হাজার এগারো সালে মার্কিন মুলুকে  অস্ত্রোপচারের পর থেকেই কংগ্রেস সভানেত্রীর স্বাস্থ্য সম্পর্কে সব মহলে জল্পনা তুঙ্গে। তখন তিনি পাঁচ সপ্তাহ ছিলেন আমেরিকায়। তাঁর সফল অস্ত্রোপচার হয়েছিল নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টারে।

.