শরীরের তুলনায় অনেক লম্বা পায়ের পাতা, গ্রামবাসীদের বিস্ময়ে ১২ বছরের কিশোর

শরীরের ওজন ২৬ কেজি ৪৪ গ্রাম। তার মধ্যে পায়ের দুই পাতারই ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। এমনই এক বিরল অসুখে আক্রান্ত ইন্দোরের ১২ বছরের কিশোর রামকৃষ্ণন ধুমা বারেলা। শরীরের তুলনায় অনেক লম্বা তার পায়ের পাতা।

Updated By: Jun 27, 2014, 09:50 PM IST

শরীরের ওজন ২৬ কেজি ৪৪ গ্রাম। তার মধ্যে পায়ের দুই পাতারই ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। এমনই এক বিরল অসুখে আক্রান্ত ইন্দোরের ১২ বছরের কিশোর রামকৃষ্ণন ধুমা বারেলা। শরীরের তুলনায় অনেক লম্বা তার পায়ের পাতা।

পায়ের পাতা অস্বাভাবিক লম্বা হওয়ার জন্য নিজের মাপে জুতোও কিনতে পারে না সপ্তম শ্রেণির ছাত্র রামকৃষ্ণন। অস্বাভাবিক চেহারার জন্য গ্রামের বিস্ময় সে। রামকৃষ্ণনের বাবা জানালেন, হাঁটার অসুবিধার থেকেও বেশি লোকজনের উত্‍সাহ ও বিস্ময় তাকে সমস্যায় ফেলে বেশি। এখনও পর্যন্ত প্রচুর চিকিত্‍সকের কাছে গিয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন অসহায় বাবা। কেউই তাঁর ছেলের শারীরিক অবস্থার কোনও চিকিত্‍সা বাতলে দিতে পারেননি।

.