কোমর-জলেও চলছে বাইক! ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দিব্যি কোমর জলে চলছে মোটরসাইকেল। 

Updated By: Aug 12, 2020, 03:27 PM IST
কোমর-জলেও চলছে বাইক! ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ভিডিয়োর স্ক্রিনগ্র্যাব

নিজস্ব প্রতিবেদন : বর্ষার সময়ে রাস্তায় হাঁটু জল আমাদের কাছে নতুন কিছু নয়। আর জলে ভরা রাস্তায় মোটর সাইকেল নিয়ে গেলে কী হবে সেটাও কারও অজানা নয়। কিন্তু যদি বলি কোমর জলেও দিব্যি মোটরসাইকেল নিয়ে একদল মানুষ যাতায়াত করছেন নিয়মিত? বিশ্বাস না হলে নিজেই দেখে নিন!

ভিডিয়োটি পোস্ট করেছেন আইএএস অফিসার অবনীশ শর্মা। টুইটারে সকলের নজর কেড়েছে এই 'জুগাড়'!

একজস্ট পাইপ দিয়ে যাতে জল না ঢোকে তার জন্য বড় পাইপ লাগিয়ে তা বের করা হয়েছে মোটরসাইকেলের উপরের অংশে। আবার ফুয়েল ঢুকতে সমস্যা এড়াতেও রয়েছে ব্যবস্থা। অনেকটা স্যালাইনের মতো কায়দায় বোতল আটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে পেট্রোল। আর ব্যাস! তাতেই কেল্লা ফতে। দিব্যি কোমর জলে চলছে মোটরসাইকেল। 

তবে হ্যাঁ, ভিডিয়োটিকে বেশি সিরিয়াস না নেওয়াই ভাল। কারণ বাস্তবে এরকম করতে গেলে তা যে আপনার ও আপনার বাইকের পক্ষে বেশ বিপদজনক হতে পারে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন : 

.