Tomatoes Price: এত দাম? টমেটোর বদলে লেবু খাওয়ার পরামর্শ মন্ত্রীর
আগুনরঙা এই সবজি এখন প্রতিদিনই বাজারে আগুন লাগাচ্ছে। এমতাবস্থায় এক অবাক করা নিদান দিয়ে বসলেন মন্ত্রী। উত্তরপ্রদেশের নারী কল্যাণ ও শিশু পুষ্টিবিষয়ক দফতরের মন্ত্রী প্রতিভা শুক্লা বলেছেন, ‘যদি টমেটো দামি মনে হয়, তাহলে মানুষের উচিত তা বাড়িতে উৎপাদন করা।’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এর আগে কখনও এত দামি হয়নি টমেটো। এটাই টমেটোর সর্বাচ্চ দাম। রোজই রেকর্ড করে চলেছে টুকটুকে লাল এই সবজিটি। আগুনরঙা এই সবজি এখন প্রতিদিনই বাজারে আগুন লাগাচ্ছে। এমতাবস্থায় এক অবাক করা নিদান দিয়ে বসলেন মন্ত্রী। উত্তরপ্রদেশের নারী কল্যাণ ও শিশু পুষ্টিবিষয়ক দফতরের মন্ত্রী প্রতিভা শুক্লা বলেছেন, ‘যদি টমেটো দামি মনে হয়, তাহলে মানুষের উচিত তা বাড়িতে উৎপাদন করা।’ এছাড়াও তার পরামর্শ, ‘টমেটোর দাম বৃদ্ধি পেলে তা খাওয়া বন্ধ করা উচিত।’
ক্রমাগত এই মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি সরকার। তারই মাসে এমন মন্তব্য করেন প্রতিভা শুক্লা। এদিন উত্তরপ্রদেশ সরকারের ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন তিনি এবং বৃক্ষরোপণ করেন। সেখানেই তিনি বলেন, 'টমেটো যদি দামি হয়, তাহলে মানুষের উচিত বাড়িতেই টমেটো চাষ করা। টমেটো খাওয়া বন্ধ করলে অবশ্যম্ভাবীভাবে দাম কমবে। টমেটোর বদলে লেবুও খেতে পারেন। কেউ যদি টমেটো না খায়, তাহলে দাম কমবে।'
আসাহি গ্রামের পুষ্টি বাগানের উদাহরণ দিয়ে ইউপি মন্ত্রী বলেন, এই মুদ্রাস্ফীতির সমাধান আছে, বাড়িতে টমেটো লাগান। এগুলো সব সময় দামি হয় এবং আপনি যদি টমেটো না খান তাহলে লেবু ব্যবহার করুন, যা বেশি দামি তা ফেলে দিন। এতে আপনা আপনিই দাম কমবে। আমরা আসাহি গ্রামে নিউট্রিশনের বাগান করেছি, গ্রামের মহিলারা পুষ্টির বাগান করেছেন, তাতে টমেটোও লাগানো যায়। এই মুদ্রাস্ফীতির একটা সমাধান আছে, এটা নতুন কিছু নয়, সব সময় টমেটো দামি। তিনি বলেন, 'আপনি যদি টমেটো না খান, তাহলে লেবু ব্যবহার করুন, যা বেশি দামি, ফেলে দিন, তা নিজে থেকেই সস্তা হয়ে যাবে।
এদিকে কেন্দ্র জানিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের ২২টির দিকে কড়া নজরদারি রেখেছে কেন্দ্র। সেই জিনিসের দাম কোনদিকে যাচ্ছে, সেদিকে রয়েছে নজর। আর এই ২২টি পণ্যের মধ্যে রয়েছে টমেটোও। বর্তমান মূল্যবৃদ্ধি রোধ করে ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে টমেটোর সরবরাহ নিশ্চিত করা, মন্ত্রী বলেন, সরকার মূল্য স্থিতিশীলতা তহবিলের আওতায় টমেটো সংগ্রহ শুরু করেছে এবং ভোক্তাদের কাছে অত্যন্ত ভর্তুকি মূল্যে সরবরাহ করছে।