মিড-ডে মিলে মিলল সাপ, অসুস্থ হয়ে পড়ে ৫৪জন পড়ুয়া

ফের মিড-ডে মিলে বিষক্রিয়া। এবার খাবারে মিলল সাপ। আর তাই খেয়েই অসুস্থ হয়ে পড়ল ৫৪জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারিতে। গতকাল মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হয় মেঘপুর মিডল স্কুলে পড়ুয়াদের। আর তাতেই মেলে লম্বা কালো পদার্থটি। অভিভাবকদের অভিযোগ, সাপ সুদ্ধুই রান্না হয়ে গিয়েছিল খিচুড়ি। অসুস্থ ছাত্রছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Jul 6, 2014, 11:22 AM IST

ফের মিড-ডে মিলে বিষক্রিয়া। এবার খাবারে মিলল সাপ। আর তাই খেয়েই অসুস্থ হয়ে পড়ল ৫৪জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারিতে। গতকাল মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হয় মেঘপুর মিডল স্কুলে পড়ুয়াদের। আর তাতেই মেলে লম্বা কালো পদার্থটি। অভিভাবকদের অভিযোগ, সাপ সুদ্ধুই রান্না হয়ে গিয়েছিল খিচুড়ি। অসুস্থ ছাত্রছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরসন্দ ব্লক উন্নয়ন আধিকারিক বিনোদ কুমার জানিয়েছেন, `অসতর্কভাবে এই ঘটনা ঘটে। তাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। বিষক্রিয়া আছে কিনা পরীক্ষার জন্য ল্যাবে খাবারের নমুনা পাঠানো হয়েছে।` ছাত্রছাত্রীরা মিড-ডে মিল খাবার পর দেখতে পায় সাপটিকে। তারপর থেকেও বমি করতে শুরু করে। গতবছর বিহারে সরন জেলায় এক প্রাইমারি স্কুলে ২৩ জন ছাত্রছাত্রী মিড-ডে মিল খাবারে বিষক্রিয়ায় মারা যায়।

.