কেরলে সন্ধান মিলল মাকড়সার ছ'টি নতুন প্রজাতির
কেরলে সন্ধান মিলল মাকড়সার ছ'টি নতুন প্রজাতির। ইরিনজালকুড়ার বাওডায়ভারসিটি রিসার্চ সেন্টার অফ ক্রাইস্ট কলেজের উদ্যোগে মাকড়সাদের নয়া প্রজাতিগুলির সন্ধান পাওয়া
Updated By: Jul 27, 2015, 01:36 PM IST
For representational purposes only
ওয়েব ডেস্ক: কেরলে সন্ধান মিলল মাকড়সার ছ'টি নতুন প্রজাতির। ইরিনজালকুড়ার বাওডায়ভারসিটি রিসার্চ সেন্টার অফ ক্রাইস্ট কলেজের উদ্যোগে মাকড়সাদের নয়া প্রজাতিগুলির সন্ধান পাওয়া
গেছে। এই নিয়ে দু'বার এই একই গবেষক দল নয়া প্রজাতির সন্ধান দিল।
এই ছটি প্রজাতির মাকড়সা Chrysso, Dendrolycosa, Tetragntha, Trachelas ও Argyrodes বর্গের অন্তর্গত।
এই বর্গগুলোর মধ্যে Argyrodes বর্গের মধ্যেই পড়ে ব্লাক উইডো ফ্যামিলির মাকড়সারা। ব্ল্যাক উইডোই পৃথিবীর বিষাক্ততম মাকড়সা।
আলুভা শিবরাত্রি মান্নাপ্পুরমের কাছে হরিথাভানাম থেকে এই ছ'য় প্রজাতির মাকড়সার খোঁজ পাওয়া গেছে।