বৃদ্ধ বাবা-মাকে অবহেলা বা ত্যাগ করলেই ৬ মাসের জেল

বৃদ্ধ বাবা-মাকে ত্যাগ করলে বা অবহেলা করলে ৬ মাস প‌র্যন্ত কারদণ্ড হতে পারে। এনিয়ে আগে থেকেই একটি আইন ছিল। সেই আইনে ওই অপরাধে ৩ মাস প‌র্যন্ত কারাদণ্ডের বিধান ছিল। এবার তা বাড়িয়ে ৬ মাস করার পরিকল্পনা করছে মোদী সরকার।

Updated By: May 12, 2018, 05:49 PM IST
বৃদ্ধ বাবা-মাকে অবহেলা বা ত্যাগ করলেই ৬ মাসের জেল

নিজস্ব প্রতিবেদন: বৃদ্ধ বাবা-মাকে ত্যাগ করলে বা অবহেলা করলে ৬ মাস প‌র্যন্ত কারদণ্ড হতে পারে। এনিয়ে আগে থেকেই একটি আইন ছিল। সেই আইনে ওই অপরাধে ৩ মাস প‌র্যন্ত কারাদণ্ডের বিধান ছিল। এবার তা বাড়িয়ে ৬ মাস করার পরিকল্পনা করছে মোদী সরকার।

আরও পড়ুন-ঘটনাস্থলে ছিলাম না, আমি নির্দোষ : আরাবুল ইসলাম

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রক মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট ২০০৭ খতিয়ে দেখছে। এক্ষেত্রে মন্ত্রক সন্তানের সংজ্ঞার পরিধিও বাড়াতে চলেছে। পাশাপাশি, বৃদ্ধ বাবা-মার ক্ষেত্রে দত্তক সন্তান, সৎ সন্তান, পুত্রবধূদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান আইনে একমাত্র সন্তান ও নাতি নাতনিদের শাস্তির ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন-কর্ণাটকে চলছে ভোটগ্রহণ, বেলা ৩টা পর্যন্ত ভোটের হার ৫৬ শতাংশ

বর্তমান আইনে বৃদ্ধ বাবা-মাকে মাসে ১০ হাজার টাকা ভরণ-পোষণ দেওয়ার নিয়ম রয়েছে। এই সীমা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর।

.