কলম্বোর পরিস্থিতি উপর নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রক, চালু করা হল আপত্কালীন ফোন নম্বর
শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশনারের তরফে কয়েকটি আপত্কালীন ফোন নম্বর চালু করা হয়েছে। বিদেশমন্ত্রীর তরফে সেই নম্বর রিটুইটও করা হয়।
নিজস্ব প্রতিবেদন: রবিবার সাত সকালে ভয়াবহ বিস্ফোরণ কলম্বোর ৩ গির্জায় ও ৩ হোটেলে। জানা গিয়েছে, প্রার্থনা চলাকালীন ওই ৩ গির্জায় ধারাবাহিক বিস্ফোরণ হয়। হতাহতের সংখ্যা নির্দিষ্ট ভাবে জানা না গেলেও এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত দু’শোর বেশি। এদের মধ্যে অনেক ভারতীয়র থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে টুইট করে ঘটনার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি টুইটে জানান, কলম্বোয় অবস্থিত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখা হচ্ছে।
Explosions have been reported in Colombo and Batticaloa today. We are closely monitoring the situation. Indian citizens in need of assistance or help and for seeking clarification may call the following numbers : +94777903082 +94112422788 +94112422789
— India in Sri Lanka (@IndiainSL) April 21, 2019
In addition to the numbers given below, Indian citizens in need of assistance or help and for seeking clarification may also call the following numbers +94777902082 +94772234176
— India in Sri Lanka (@IndiainSL) April 21, 2019
There is an update from Colombo. There were three bomb blasts in Churches in Colombo, Negombo and Batticaloa. There have been three blasts in Shangrila, Cinnamon Grand Kingsbury hotels in Colombo. /1
— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) April 21, 2019
Indians in distress may please contact Indian High Commission in Colombo. We will provide you all assistance. @IndiainSL Our helpline numbers are :
+94777903082,+94112422788,+94112422789, +94112422789.
Pls RT— Chowkidar Sushma Swaraj (@SushmaSwaraj) April 21, 2019
শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশনারের তরফে কয়েকটি আপত্কালীন ফোন নম্বর চালু করা হয়েছে। বিদেশমন্ত্রীর তরফে সেই নম্বর রিটুইটও করা হয়।