কারাটের তত্ত্ব খারিজ করে ইয়েচুরি বললেন, পরমাণু ইস্যুতে সরকারের থেকে সমর্থন তুলে নেওয়া উচিত হয়নি

ফের প্রকাশ কারাটের তত্ত্ব খারিজ করে দিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ভারত-মার্কিন পরমাণু চুক্তি ইস্যুতে ইউপিএ ওয়ান সরকারের থেকে সমর্থন তুলে নেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করলেন ইয়েচুরি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাত্কারে আজ এই মন্তব্য করেন তিনি।

Updated By: May 10, 2015, 01:30 PM IST
কারাটের তত্ত্ব খারিজ করে ইয়েচুরি বললেন, পরমাণু ইস্যুতে সরকারের থেকে সমর্থন তুলে নেওয়া উচিত হয়নি

ওয়েব ডেস্ক: ফের প্রকাশ কারাটের তত্ত্ব খারিজ করে দিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ভারত-মার্কিন পরমাণু চুক্তি ইস্যুতে ইউপিএ ওয়ান সরকারের থেকে সমর্থন তুলে নেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করলেন ইয়েচুরি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাত্কারে আজ এই মন্তব্য করেন তিনি।

নাটকীয় রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৮ সালে ইউপিএ ওয়ান সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বামেরা। পরমাণু চুক্তি নয়, বরং মূল্যবৃদ্ধি ইস্যুতে সমর্থন প্রত্যাহার করা উচিত ছিল বলে জানান সীতারাম। কারণ ২০০৯ সালের লোকসভা ভোটের আগে পরমাণু ইস্যুতে মানুষকে যথেষ্ট উজ্জীবিত করা যায়নি। তবে পরমাণু চুক্তির বিরোধিতা যে সঠিক ছিল, তা জানাতে ভোলেননি সীতারাম। সমর্থন প্রত্যাহারের সময় নিয়েও বামেরা পরে আত্মসমালোচনা করে বলে মন্তব্য করেন ইয়েচুরি।

.