সুনন্দা হত্যার তদন্তে SIT গঠন করল দিল্লি পুলিস

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  স্ত্রী সুনন্দা পুস্করের হত্যার তদন্তে স্পেশন ইনভেস্টিগেটিভ টিম (SIT) গঠন করল দিল্লি পুলিস। কমিশনার বি এস বাসসি একথা সাংবাদিকদের জানিয়েছেন।

Updated By: Jan 7, 2015, 01:25 PM IST
 সুনন্দা হত্যার তদন্তে SIT গঠন করল দিল্লি পুলিস

নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  স্ত্রী সুনন্দা পুস্করের হত্যার তদন্তে স্পেশন ইনভেস্টিগেটিভ টিম (SIT) গঠন করল দিল্লি পুলিস। কমিশনার বি এস বাসসি একথা সাংবাদিকদের জানিয়েছেন।

আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল সুনন্দা পুস্করকে। গতকাল রাজধানীতে দিল্লি পুলিস কমিশনার বিএস বাসসি এই কথায় শিলমোহর দেন। সুনন্দার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের মামলা শুরু করেছে পুলিস।

সুনন্দার খুনের ঘটনায় শশি থারুরকে কী জেরা করা হবে? এই প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ""তদন্তের স্বার্থে যা প্রয়োজনীয় হবে, তা করা হবে।''

পুলিস সূত্রেই জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি পুলিসের এক আধিকারিক কেরালার চিকিৎসকদের সঙ্গে দেখা করেন। পুস্করের মৃত্যু নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। কেরালা ইন্সিটিউট অফ মেডিক্যাল সাইন্সের চিকিৎসকরা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী গুরুতর অসুখে ভুগছিলেন। যা তাঁর মৃত্যুর কারণ হলেও হতে পারে।

দিল্লি পুলিসের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, কিসের বিষক্রিয়ায় পুস্করের মৃত্যু হয়েছে সেটা খুঁজে বার করা। সুনন্দার হাতের আঙুলের ফাঁকে যে ছিদ্র পাওয়া গিয়েছে, সেটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। বিষের হদিশ পেতে সুনন্দার ভিসেরা বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পুলিস ।

 

.