সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার শুনানি পিছোল জুলাই পর্যন্ত

সুপ্রিম কোর্টে আবার পিছোল সিঙ্গুর মামলার শুনানি। আজ দেশের শীর্ষ আদালতে সিঙ্গুর আইন মামলার শুনানি হওয়ার কথা ছিল। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় জুলাই মাসেই রাজ্য সরকার এবং টাটা মোটর্সের আইনজীবীদের বক্তব্য শুনবে আদালত। এরপর তখনই হয়তো এ নিয়ে রায় ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত।

Updated By: Jan 4, 2013, 09:26 AM IST

সুপ্রিম কোর্টে আবার পিছোল সিঙ্গুর মামলার শুনানি। আজ দেশের শীর্ষ আদালতে সিঙ্গুর আইন মামলার শুনানি হওয়ার কথা ছিল। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় জুলাই মাসেই রাজ্য সরকার এবং টাটা মোটর্সের আইনজীবীদের বক্তব্য শুনবে আদালত। এরপর তখনই হয়তো এ নিয়ে রায় ঘোষণা করতে পারে দেশের সর্বোচ্চ আদালত।
ক্ষমতায় আসার পরেই সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল সরকার। সেইমতো বিশেষ আইনও বিধানসভায় পাস করানো হয়। আইন কার্যকর করে জমি ফেরতের প্রক্রিয়া শুরু হতেই, হাইকোর্টে সেই আইনে চ্যালেঞ্জ করে মামলা করে টাটা মোটরস। হাইকোর্টের লোয়ার বেঞ্চের রায় টাটা মোটরসের বিরুদ্ধে যায়। ফলে টাটা মোটরসের পক্ষ থেকে হাইকোর্টের ডিভিশন  বেঞ্চে আবেদন জানানো হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিজের রায় জানায়, সিঙ্গুর আইন অবৈধ, আসাংবিধানিক। কারণ তাতে রাষ্ট্রপতির স্বাক্ষর নেই।
এরপর সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকার। শুরু হয় শুনানি। তবে দু'পক্ষের আইনজীবীই শুনানি চলাকালীন বারবার সময় চাইতে থাকায় মামলা ক্রমশ পিছতে থাকে। আজ আবার সেই শুনানির তারিখ পিছোল। জুলাই মাসেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণাও হতে পারে।

.