উত্স পথে সিন্ধু

রাজকীয় সংবর্ধনায় PV সিন্ধুকে বরণ করে নিল হায়দরাবাদ। অলিম্পিকে রুপো জেতার পর আজই হায়দরাবাদ ফিরেছেন এই শাটলার। এয়ারপোর্টে একদফা সংবর্ধনার পর সাজানো বাসে তাঁকে শহর ঘোরানো হচ্ছে। সিন্ধুর সঙ্গে আছেন তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ।

Updated By: Aug 22, 2016, 11:08 AM IST
উত্স পথে সিন্ধু

ওয়েব ডেস্ক: রাজকীয় সংবর্ধনায় PV সিন্ধুকে বরণ করে নিল হায়দরাবাদ। অলিম্পিকে রুপো জেতার পর আজই হায়দরাবাদ ফিরেছেন এই শাটলার। এয়ারপোর্টে একদফা সংবর্ধনার পর সাজানো বাসে তাঁকে শহর ঘোরানো হচ্ছে। সিন্ধুর সঙ্গে আছেন তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ।

আরও পড়ুন- সিন্ধু আর সাক্ষীর জন্য যা যা হচ্ছে শুনেছেন?

হায়েদরাবাদ বিমানবন্দরে নামার পরেই সিন্ধুকে কার্যত ছেঁকে ধরেন শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব, সাংবাদিককুল এবং গুনমুগ্ধ উত্সাহী জনতা। অনেককেই সেলফি তুলতে দেখা যায় ভারতের এই নয়া স্পোর্টস সেনসেশানের সঙ্গে। জনতার এই বিপুল ভালবাসায় সিন্ধুও কার্যত ভেসে যান। তাঁর চোখে মুখেও ছিল ভাললাগার রেশ। সুদৃশ্য দোতলা হুডখোলা বাসে করে শহর পরিভ্রমণের পর সরকারের তরফ থেকে তাঁকে সম্মান জ্ঞাপন করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন- অনুজ সিন্ধুর সাফল্যে কী বললেন সাইনা?

.