এটাই নাকি ভয়ঙ্করতম দুর্ঘটনা!(দেখুন ভিডিওয়)

এটাই হয়তো সাম্প্রতিককালের ভয়্করতম দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম। হবে নাই বা কেনও? ভয়াবহ এই দুর্ঘটনার ছবি আপনি দেখলেও ভয় পাবেন। আঁতকেও উঠতে পারেন। তবে দুর্বল হার্টের মানুষদের তা না দেখাই ভালো।

Updated By: Jun 10, 2016, 01:16 PM IST
এটাই নাকি ভয়ঙ্করতম দুর্ঘটনা!(দেখুন ভিডিওয়)

ওয়েব ডেস্ক : এটাই হয়তো সাম্প্রতিককালের ভয়্করতম দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম। হবে নাই বা কেনও? ভয়াবহ এই দুর্ঘটনার ছবি আপনি দেখলেও ভয় পাবেন। আঁতকেও উঠতে পারেন। তবে দুর্বল হার্টের মানুষদের তা না দেখাই ভালো।

ভাইরাল হওয়া এই ভিডিওটি ভারতের একটি দুর্ঘটনার। সেখানে দেখা গেছে ছেলেকে নিয়ে বাবা সাইকেল চেপে যাচ্ছিলেন। রাস্তার একদম ধারে দাঁড়াতেই ঘটে গেল সেই বিপত্তি। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাত্‍ই ধাক্কা মারে তাদের। যদিও, দুর্ঘটনার পর তাদের কী হয়েছিল তা যানা যায়নি। তবে, সিসিটিভি ক্যামেরার ওঠা এই দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল।

 

.