কথা না শোনায় ৪ বছরের নাতনিকে নৃশংস শাস্তি দিলেন দাদু

৪ বছরের ছোট্ট ফুটফটে একটা মেয়ে। মা-বাবার  বিবাহবিচ্ছেদের পর থেকে দাদুর কাছেই থাকে। সেই দাদুর একটা কথা না শোনায় তাঁর একি নৃশংস শাস্তি!

Updated By: Mar 26, 2016, 11:52 AM IST
কথা না শোনায় ৪ বছরের নাতনিকে নৃশংস শাস্তি দিলেন দাদু

ওয়েব ডেস্ক: ৪ বছরের ছোট্ট ফুটফটে একটা মেয়ে। মা-বাবার  বিবাহবিচ্ছেদের পর থেকে দাদুর কাছেই থাকে। সেই দাদুর একটা কথা না শোনায় তাঁর একি নৃশংস শাস্তি!

ওড়িশার জাজপুরের বাসিন্দা দিলোপ বিধানি। মেয়ের বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় ৪ বছরের নাতনিটি তাঁর কাছেই থাকে। নাতনিকে কোনও একটা কাজ করতে বললে দাদুর কথায় কান না দিয়ে নিজের মনে খেলতে থাকে  বাচ্চা মেয়েটি। এতে রেগে গিয়ে লোহার রড গরম করে তা দিয়ে নাতনির  হাত পুড়িয়ে দেন দাদু। পরে বাচ্চাটির হাতে পোড়ার দাগ দেখে প্রতিবেশীরা পুলিসে অভযোগ জানায়। পুলিস এসে গ্রফতার করে দিলীপ বিধানি নামে ওই  ব্যক্তিকে।

.