মোদী-রাজনাথের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার খবর ভুল: শিবসেনা
ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে শিবসেনা। সংবাদ মাধ্যমে এই জল্পনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সবটাই `রটনা` বলে মন্তব্য বিজেপির দীর্ঘদিনের জোট সঙ্গি শিব সেনা নেতৃত্বের।
ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে শিবসেনা। সংবাদ মাধ্যমে এই জল্পনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সবটাই `রটনা` বলে মন্তব্য বিজেপির দীর্ঘদিনের জোট সঙ্গি শিব সেনা নেতৃত্বের।
প্রথমে শোনা যাচ্ছিল, শিব সেনা নেতা সঞ্জয় রাওৎ একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁর দল লোকসভা ভোটে আলাদা করে ২০টি আসনে প্রার্থী দেবে। বারানসী ও লখনউ আসনেও বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেবে সেনা। বারানসী আসনে লড়ছেন মোদী। লখনউ থেকে দাঁড়িয়েছেন রাজনাথ।
যদিও সবটাই ভুল খবর বলে টুইট করেছেন শিব সেনার যুব নেতা আদিত্য ঠাকরে...
Contrary to media twisted quotes, obv Shiv Sena isn't putting up candidates against Our PM candidate @narendramodi ji n @BJPRajnathSingh ji
— Aaditya Thackeray (@AUThackeray) March 21, 2014
Those who even believe such funny rumours, well, I feel sorry for them.
— Aaditya Thackeray (@AUThackeray) March 21, 2014
Therefore, obv not contesting in Varanasi and Lucknow.
— Aaditya Thackeray (@AUThackeray) March 21, 2014
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাওৎ বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিহার, দিল্লির পাঁচটি আসনে ও পাঞ্জাবের দুটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা। মহারাষ্ট্রের বাইরে শিব সেনার সংগঠনকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেন রাউত।