অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত শীলা দীক্ষিত, রাজধানীতে ধরাশায়ী কংগ্রেস, এগিয়ে বিজেপি, কামাল আদ আদমি পার্টির
দিল্লিতে কংগ্রেসের দুর্গে বড়সড় আঘাত হানল বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত ভোটের যে ফল সামনে এসেছে, তাতে দিল্লি বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাই বেশি। দিল্লিতে বিজেপি সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে। এগিয়ে রয়েছেন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধনও। বিজেপির পরেই রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আমআদমি পার্টি। কংগ্রেসকেও পিছনে ফেলে দিয়েছে তারা। দিল্লির তখতে পরপর তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কিন্তু ওই কেন্দ্রে তাঁকে প্রায় ২২হাজার ভোটে পরাজিত করলেন অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শীলা দীক্ষিত।
দিল্লিতে কংগ্রেসের দুর্গে বড়সড় আঘাত হানল বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত ভোটের যে ফল সামনে এসেছে, তাতে দিল্লি বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনাই বেশি। দিল্লিতে বিজেপি সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে। এগিয়ে রয়েছেন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হর্ষবর্ধনও। বিজেপির পরেই রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আমআদমি পার্টি। কংগ্রেসকেও পিছনে ফেলে দিয়েছে তারা। দিল্লির তখতে পরপর তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কিন্তু ওই কেন্দ্রে তাঁকে প্রায় ২২হাজার ভোটে পরাজিত করলেন অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শীলা দীক্ষিত।
দিল্লিতে বিজেপি যে এবার ভাল ফল করবে, বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে তেমনই ইঙ্গিত মিলেছিল। প্রথম ভোটযুদ্ধে আমআদমি পার্টি কেমন ফল করে, তার দিকে নজর ছিল সকলের। প্রত্যাশার চেয়েও ভাল ফল করেছে এএপি। এখনও পর্যন্ত প্রকাশিত ফলাফলের প্রবণতা বজায় থাকলে তারাই দিল্লি বিধানসভায় বিরোধীদল হতে চলেছে।
দিল্লি বিধানসভা
বিকেল ৪টে ৫০ পর্যন্ত: মোট ৭০টি আসনের ৩৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি, ২৭টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, ৮টি আসনে এগিয়ে কংগ্রেস ও ২টি আসনে অন্যান্যরা।
রাজস্থান বিধানসভা
বিকেল ৪টে ৫০ পর্যন্ত: মোট ১৯৯টি আসনের মধ্যে ১৫৭টি আসনে (নিরঙ্কুশ) এগিয়ে বিজেপি, ২৩টি আসনে এগিয়ে কংগ্রেস ও ১৯টি আসনে অন্যান্যরা।
মধ্য প্রদেশ বিধানসভা
বিকেল ৪টে ৫০ পর্যন্ত: মোট ২৩০টি আসনের ১৬০টি আসনে এগিয়ে বিজেপি, ৬১টি আসনে এগিয়ে কংগ্রেস, ৯টিতে এগিয়ে অন্যান্যরা।
ছত্তিসগড়
বিকেল ৪টে ৫০ পর্যন্ত: হাড্ডাহাড্ডি লড়াই ছত্তিসগড়ে। ৯০টি আসনের ৪৪টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ৪৩ আসনে, ৩টি আসনে এগিয়ে অন্যান্যরা।