লাই ডিটেক্টরের মুখোমুখি হতে হবে শশী থারুরকে!

পুলিস মনে করছে সুনন্দা পুষ্করকে হত্যা করা হয়েছে। পরিকল্পিত খুন নাকি দুর্ঘটনা, পুলিসি তদন্তে ঘোরপাক খাচ্ছে নানা রহস্য। একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করে, সেগুলির বিশ্লেষণ করেও  সুনন্দা পুষ্কর হত্যাকাণ্ডের কুল-কিনারা পাচ্ছে না পুলিস। বারবার জিজ্ঞাসাবাদ চালিয়েও অধরা থেকেছে সুনন্দা হত্যাকাণ্ডের রহস্য। এবার আরও একবার শশী থারুরকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিস। তবে এবার মৌখিক কথোপকথন নয়, লাই ডিটেক্টরের মুখোমুখি বসতে হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের গাড়ি চালক বজরঙ্গী ও নারায়ণ সিংহকেও। এমনকি শশী থারুর ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দেওয়ানকেও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস।

Updated By: Feb 1, 2016, 11:27 AM IST
লাই ডিটেক্টরের মুখোমুখি হতে হবে শশী থারুরকে!

ওয়েব ডেস্ক: পুলিস মনে করছে সুনন্দা পুষ্করকে হত্যা করা হয়েছে। পরিকল্পিত খুন নাকি দুর্ঘটনা, পুলিসি তদন্তে ঘোরপাক খাচ্ছে নানা রহস্য। একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করে, সেগুলির বিশ্লেষণ করেও  সুনন্দা পুষ্কর হত্যাকাণ্ডের কুল-কিনারা পাচ্ছে না পুলিস। বারবার জিজ্ঞাসাবাদ চালিয়েও অধরা থেকেছে সুনন্দা হত্যাকাণ্ডের রহস্য। এবার আরও একবার শশী থারুরকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিস। তবে এবার মৌখিক কথোপকথন নয়, লাই ডিটেক্টরের মুখোমুখি বসতে হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরকে। জিজ্ঞাসাবাদ করা হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের গাড়ি চালক বজরঙ্গী ও নারায়ণ সিংহকেও। এমনকি শশী থারুর ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দেওয়ানকেও জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস।

 

.