পুঁজির ঘাটতি! ফের ‘সেন্স’ হারাল সেনসেক্স

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বেশি মুখ থুবড়ে পড়া শেয়ারগুলির মধ্যে রয়েছে মারুতি অ্যান্ড মারুতি (-৭.৯%),  এইচডিএফসি (-২.১৪%), মারুতি সুজু়কি (-৩.২৪%), টাটা স্টিল (-৩.০৮%), ইন্ডাসিন্ড ব্যাঙ্ক (-৫.১৯%)

Updated By: Sep 24, 2018, 03:41 PM IST
পুঁজির ঘাটতি! ফের ‘সেন্স’ হারাল সেনসেক্স
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আশ্বাসে চিড়ে ভিজছে না। তাই ফের শেয়ার বাজারে নামল ধস। এ দিন বাজার খোলার ৩ ঘণ্টার মধ্যে ৫০০ পয়েন্ট পড়ে সেনসেক্স সূচক। নিফটিও ১৫০-র বেশি পড়ে ১১ হাজারের গণ্ডির নীচে চলে যায়। কারণ, এ দিনও গৃহঋণ সংস্থার পুঁজির অনিশ্চিয়তা লগ্নীকারীদের বিভ্রান্তি তৈরি করে। ব্যাঙ্ক, অটো, রিয়েলিটি-র শেয়ার বিক্রি করতে শুরু করেন তাঁরা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী রইলেন, অসুস্থতার জেরে পদ খোয়ালেন দুই মন্ত্রী

এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জের সবচেয়ে বেশি মুখ থুবড়ে পড়া শেয়ারগুলির মধ্যে রয়েছে মারুতি অ্যান্ড মারুতি (-৭.৯%),  এইচডিএফসি (-২.১৪%), মারুতি সুজু়কি (-৩.২৪%), টাটা স্টিল (-৩.০৮%), ইন্ডাসিন্ড ব্যাঙ্ক (-৫.১৯%)। অর্থাত্ ব্যাঙ্ক, অটো, ভোগ্যপণ্য শেয়ারগুলিতে উল্লেখযোগ্যভাবে ধস নামে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গৃহঋণ এবং ব্যাঙ্ক নয় এমন সংস্থার আর্থিক দুরাবস্থা এ দিনও চিন্তায় রেখেছে লগ্নীকারীদের। যদিও রবিবার রিজার্ভ ব্যাঙ্ক জানায় নজরে রাখা হচ্ছে পরিস্থিতি। সেবি-ও বলে, প্রয়োজন হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। এমনকি আজ সকালে অর্থমন্ত্রী অরুণ জেটলির আশ্বাস, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (এনবিএফসিএস) সংস্থা এবং মিউচিয়াল ফান্ডের যথাযথ পুঁজি থাকার নিশ্চিয়তা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- বদ-মতলব থাকলে ভুগবে পাকিস্তানই : রাষ্ট্রসঙ্ঘের ভারতীয় দূত আকবরুদ্দিন

গত শুক্রবার এই উদ্বেগের জেরে হঠাত্ শেয়ার বাজার পতন লক্ষ করা যায়। এক ঝটকায় সেনসেক্স পড়ে যায় ১৩০০ পয়েন্ট। পরে অবশ্য সামলে নিলেও সেই ঝড়ের রেশ সোমবারের বাজারেও ছাপ ফেলল। 

.