জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ার ফলে উপত্যকায় সন্ত্রাস আরও বাড়বে: শরদ পাওয়ার
দেশে একের পর এক গণপিটুনির ঘটনার কথা তুলে ধরেও মোদী সরকরাকে তুলোধনা করেন পাওয়ার
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়ায় কেন্দ্রের সমালোচনা করার পাশাপাশি পাকিস্তানের প্রসংশা এখন শরদ পাওয়ারের মুখে।
আরও পড়ুন-ফেরত দাও কাটমানি, তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিসেই আটকে রাখল বিজেপি
শনিবার মুম্বইয়ে দলের সংখ্যালঘু সেলের এক অনুষ্ঠানে মোদী সরকারের কড়া সমালোচনা করেন এনসিপি প্রধান। এদিন তিনি বলেন, পাকিস্তানে গিয়েছি। দেখেছি ওখানে মানুষ কতটা অতিথি বত্সল। পাকিস্তানের মানুষ ক্ষুব্ধ বলে যা প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। নিজেদের স্বার্থে সরকার পাকিস্তান সম্পর্কে মিথ্যে রটাচ্ছে কেন্দ্র।
Nationalist Congress Party (NCP) Chief Sharad Pawar in Mumbai: I have visited Pakistan and received hospitality there. Pakistanis believe that even if they can’t go to India to meet their relatives, they treat an Indian as their relatives. (14.09.2019) pic.twitter.com/VHm5RbCHjA
— ANI (@ANI) September 15, 2019
NCP Chief Sharad Pawar: People here say Pakistanis are facing injustice&are unhappy but it is not true. Such statements are being said only for political gains without understanding actual situation in Pak. Ruling class here is spreading false things for political benefits.(14/9) https://t.co/DP6HGTsbzF
— ANI (@ANI) September 15, 2019
কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়েও মোদী সরকারকে একহাত নেন পাওয়ার। তিনি বলেন, ৩৭০ ধারা তৈরিই হয়েছিল কাশ্মীরকে বিশেষকিছু মর্যদা দেওয়ার জন্য। ওই ধারা বিলোপ করে সরকার বুঝিয়ে দিল, মোদী সরকার সংখ্যালঘু বিরোধী। এতে উপত্যকায় হিংসার ঘটনা বাড়বে।
আরও পড়ুন-তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, বোমা-গুলির আঘাতে ভাঙল পুলিসের গাড়ির কাচ
দেশে একের পর এক গণপিটুনির ঘটনার কথা তুলে ধরেও মোদী সরকরাকে তুলোধনা করেন পাওয়ার। তিনি বলেন, জাতীয়তাবাদের নামে বিশেষ এক সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি ভারতীয় মানে এই নয় যে আমাকে নিজেকে তার প্রমাণ দিতে হবে। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এসব করছে শাসকদল।