আয়কর নোটিশ শরদ পাওয়ারকে, 'প্রেমপত্র' পাওয়ার কথা টুইটে জানালেন এনসিপি প্রধান

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের শেষে মহা বিকাশ আগাড়ি সরকারের পতনের পরের দিনই তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। অন্যদিকে বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। 

Updated By: Jul 1, 2022, 04:32 PM IST
আয়কর নোটিশ শরদ পাওয়ারকে, 'প্রেমপত্র' পাওয়ার কথা টুইটে জানালেন এনসিপি প্রধান
ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এনসিপি নেতা শরদ পাওয়ারকে নোটিশ পাঠিয়েছে আয়কর বিভাগ। ২০০৪, ২০০৯ এবং ২০১০ সালের নির্বাচনে তাঁর জমা দেওয়া এফিডেভিটের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। 

মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের শেষে মহা বিকাশ আগাড়ি সরকারের পতনের পরের দিনই তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছে। মহারাষ্ট্রের ২০তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। অন্যদিকে বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। 

ক্ষমতা পরিবর্তনের পরের দিনই আয়কর দফতরের নোটিশ পেয়ে পাওয়ার একটি টুইটে লিখেছেন এখন ইডি এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সাহায্য নেওয়া হচ্ছে। বিধানসভার একাধিক সদস্য জানিয়েছেন যে তারা নোটিশ পেয়েছেন। এই নতুন পদ্ধতি শুরু হয়েছে। পাঁচ বছর আগে, আমরা ইডির নামও জানতাম না। এখন গ্রামে গ্রামে মানুষ ইডিকে নিয়ে মজা করে।

 

আরও পড়ুন: Mumbai: মা-দিদিকে খুন, পরে ড্রাইভারের সঙ্গেই আত্মঘাতী কিশোরী!

তিনি আরও লিখেছেন যে সিস্টেমকে ভিন্ন রাজনৈতিক মতের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তিনি লেখেন "আমি আয়কর বিভাগ থেকে একই রকম একটি প্রেমপত্র পেয়েছি। তারা এখন ২০০৪ সালের লোকসভা নির্বাচনে জমা দেওয়া হলফনামার তথ্য পরীক্ষা করছে। ২০০৯ সালেও, আমি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি ২০১৪ সালে রাজ্যসভায় গিয়েছিলাম। নোটিশটি ২০২০ সালের রাজ্যসভা নির্বাচনে জমা দেওয়া হলফনামা নিয়ে এসেছে। ভাগ্যক্রমে, আমার কাছে এই তথ্য রয়েছে।"

 

প্রসঙ্গত, একনাথ শিন্ডে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন। বৃহস্পতিবার রাজভবনে সরকার গঠনের প্রস্তাব পেশ করার পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের নাম ঘোষণা করেন ফড়নবীশ। শিন্ডে বলেন যে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ফড়নবীশ মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানাননি। যদিও এর পরেই জানা যায় ফড়নবীশ মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানালেও তাতে রাজি হননি বিজেপি নেতৃত্ব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.