বাজারে ১০০০ টাকার নোট? মুখ খুললেন কেন্দ্রীয় অর্থসচিব
নতুন কোনও ১০০০ টাকার নোট বাজারে আসছে না। বরং এই মুহূর্তে সরকারের লক্ষ্য আরও বেশি করে ছোট অঙ্কের নোট ছাপানো। স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস।
ওয়েব ডেস্ক : নতুন কোনও ১০০০ টাকার নোট বাজারে আসছে না। বরং এই মুহূর্তে সরকারের লক্ষ্য আরও বেশি করে ছোট অঙ্কের নোট ছাপানো। স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস।
মঙ্গলবারই হঠাত্ খবর ছড়িয়ে পড়ে যে, নতুন ১০০০ টাকার নোট বাজারে নিয়ে আসছে কেন্দ্র। এমনকী নতুন নোটের নকশাও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তারপরই আজ টুইটারে শক্তিকান্ত দাস জানান যে, এই মুহূর্তে ১০০০ টাকার নোট বাজারে আনার কোনও পরিকল্পনাই সরকারের। সরকারের এখন মূল নজর, আরও বেশি করে ৫০০ এবং ১০০ টাকার নোট ছাপানোয়।
No plans to introduce ₹1000 notes. Focus is on production and supply of ₹500 and lower denomination notes.
— Shaktikanta Das (@DasShaktikanta) February 22, 2017
সেইসঙ্গে তিনি আরও বলেন, এখনও যেসব জায়গা থেকে ATM-এ টাকা না থাকার অভিযোগ আসছে, সেগুলো দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন, যেটুকু টাকা প্রয়োজন, ATM থেকে সেইটুকুই টাকা তুলুন। অযথা বেশি টাকা তুলে অন্যের অসুবিধা করবেন না।
Complaints of cash out in ATMs being addressed.Request everyone to draw the cash they actually require.Overdrawal by some deprives others.
— Shaktikanta Das (@DasShaktikanta) February 22, 2017
আরও পড়ুন, মোদীর মুকুটে নতুন পালক, ফেসবুকের 'মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার'-এর স্বীকৃতি