‘বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়’ বিস্ফোরক দলাই লামা

এক নিগৃহীতা অভিযোগ করেন, “শান্তি পেতে খোলা মনে বৌদ্ধ ধর্মের আশ্রয় নিয়েছিলাম আমরা। কিন্তু এভাবে ধর্ষিত হতে হবে ভাবতে পারিনি।” এমন অভিযোগ শুনে বিস্মিত হননি দলাই লামা। উল্টে দলাই লামা পাল্টা বিস্ফোরক অভিযোগ করলেন তিব্বতের ধর্মগুরুদের বিরুদ্ধে।

Updated By: Sep 16, 2018, 04:37 PM IST
‘বৌদ্ধ সন্ন্যাসীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়’ বিস্ফোরক দলাই লামা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বৌদ্ধমঠে যৌন নির্যাতনের ঘটনা মেনে নিলেন দলাই লামা। এবং অকপটে স্বীকারও করলেন, এ বিষয়টি কোনও নতুন নয়। চার দিনের ইউরোপ সফরে নেদারল্যান্ডসে গিয়ে শনিবার বৌদ্ধ ধর্মগুরুদের যৌন নির্যাতনের অভিযোগ শোনেন দলাই লামা। এক নিগৃহীতা অভিযোগ করেন, “শান্তি পেতে খোলা মনে বৌদ্ধ ধর্মের আশ্রয় নিয়েছিলাম আমরা। কিন্তু এভাবে ধর্ষিত হতে হবে ভাবতে পারিনি।” এমন অভিযোগ শুনে বিস্মিত হননি দলাই লামা। উল্টে দলাই লামা পাল্টা বিস্ফোরক অভিযোগ করলেন তিব্বতের ধর্মগুরুদের বিরুদ্ধে।

আরও পড়ুন- হুমকিই শেষপর্যন্ত সত্যি হল, গর্ভবতী স্ত্রীর সামনেই কুপিয়ে খুন দলিত যুবককে

দলাই লামা বলেন, “২৫ বছর আগে যৌন নির্যাতনের খবর আমার কাছে পৌঁছয়। তাই এই খবর এমন কিছু নতুন নয়।” দলাই লামার এমন স্বীকারোক্তিতে রীতিমতো অবাক হয়েছেন বৌদ্ধ ধর্মাম্বলী মানুষেরা। সমালোচনা করেন তিব্বতি বৌদ্ধধর্মগুরুরা। ইউরোপের তিব্বতি বৌদ্ধধর্মগুরুর প্রতিনিধি সিতেন সামদুপ ছোকায়াপ্পা বলেন, দলাই লামা ক্রমশ দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন। আগামী নভেম্বরে ধর্মশালায় নোবেল জয়ী দলাইয়ের সঙ্গে বৈঠক করবেন তিব্বতি বৌদ্ধ ধর্মগুরুরা। সেখানেই এ বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘এত দিন কেন চুপ ছিল কংগ্রেস?’ জেটলি-মালিয়া বিতর্কে বিজেপির পাশে দাঁড়াল শিবসেনা

৮৩ বছরের এই ধর্মগুরু ১৯৫৯ সালে চিনের আগ্রাসনের চাপে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর ভারতের আশ্রয় রয়েছেন দলাই লামা। সম্প্রতি জওহরলাল নেহরুকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন দলাই লামা। তিনি বলেছিলেন, নেহরুর জন্যই দেশ ভাগ হয়েছে। এমনকি তাঁর দাবি দেশ ভাগ না হলে মহম্মদ আলি জিন্নাহ ভারতের প্রধানমন্ত্রী হতেন। গান্ধীজি এমনটাই চাইতেন বলে জানান তিনি। সেই বক্তৃতায় দেশ ছাড়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তাঁর কথায়, “১৬ বছর বয়সে স্বাধীনতা হারিয়েছি। ২৪ বছর বয়সে দেশকে হারাই।  ১৭ বছর ধরে দেশের ধ্বংস দেখে এসেছি।”

.