এবার যৌন অপরাধীদের খোঁজ দেবে সরকারের ওয়েবসাইট

আপনার বাড়ির নতুন ড্রাইভার বা কাজের লোককে নিয়ে আপনার সন্দেহ হচ্ছে! ওর পুরনো রেকর্ড নিয়ে কি আপনি সন্দিহান! তাহলে উপায়? উপায় বলে দেবে সরাকের নতুন ওয়েবসাইট। এবার দেশের সব যৌন অপরাধে অভিযুক্তদের এক জায়গায় দেখতে পাওয়া যাবে সরকারের ওয়েবসাইটে। ধর্ষণ, শ্লীলতাহানী, যৌন হেনস্থা সহ বিভিন্ন ধরনের যৌন অপরাধে (sexual offender) অভিযুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, ছবি, অপরাধের ধরন, কেসের ইতিহাস সহ যাবতীয় লেখা থাকবে ওই ওয়েবসাইট।

Updated By: Aug 5, 2015, 05:15 PM IST
এবার যৌন অপরাধীদের খোঁজ দেবে সরকারের ওয়েবসাইট

ওয়েব ডেস্ক: আপনার বাড়ির নতুন ড্রাইভার বা কাজের লোককে নিয়ে আপনার সন্দেহ হচ্ছে! ওর পুরনো রেকর্ড নিয়ে কি আপনি সন্দিহান! তাহলে উপায়? উপায় বলে দেবে সরাকের নতুন ওয়েবসাইট। এবার দেশের সব যৌন অপরাধে অভিযুক্তদের এক জায়গায় দেখতে পাওয়া যাবে সরকারের ওয়েবসাইটে। ধর্ষণ, শ্লীলতাহানী, যৌন হেনস্থা সহ বিভিন্ন ধরনের যৌন অপরাধে (sexual offender) অভিযুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, ছবি, অপরাধের ধরন, কেসের ইতিহাস সহ যাবতীয় লেখা থাকবে ওই ওয়েবসাইট।

দেশের ২০ হাজার পুলিস স্টেশনের সব কটিতেই পুলিস কর্মীরা নথিভুক্ত করবেন যৌন অপরাধীদের তথ্য। আদালতে দোষী সাব্যস্ত হলেই যৌন অপরাধীদের নাম-ঠিকানা সহ যাবতীয় তথ্য আপলোড হয়ে যাবে ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে গেলেই কোনও এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তির যাবতীয় তথ্য মিলবে। `Sex Offenders Registry' নামের ওই অনলাইন ডেটাবেস আগামী দু বছরের মধ্যেই কার্যকর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আমেরিকায় ঠিক একই ধরনের সিটিজন পোর্টাল আছে যাতে যৌন অপরাধীদের যাবতীয় তথ্য দেখা যায়।

২০১৩ সালে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের পর ইউপিএ সরকার `Sex Offenders Registry'বা যৌন অপরাধীদের নাম নথিভুক্ত করে অনলাইন ডেটাবেস করার কথা পরিকল্পান করেছিল। দিল্লি পুলিসের কিছু বিভাগে পোর্টালে এমন ধরনের অপরাধীদের নাম নথিভুক্তকরণের কাজ শুরুও করেছিল। কিন্তু শেষ অবধি তা সারা দেশে কার্যকর করা যায়নি।

.