হায়দরাবাদে ছাদে মিলল শিশুর মুন্ডু, নরবলি বলে অনুমান পুলিসের
হায়দরাবাদে ছাদ থেকে তিন মাসের এক শিশুর মুন্ডু উদ্ধার করল পুলিস। গত বুধবার রাতে চন্দ্রগ্রহণে শিশুবলির আশঙ্কা করছে পুলিশ। ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুর ধড়টি এখনো মেলেনি।
ওয়েব ডেস্ক: হায়দরাবাদে ছাদ থেকে তিন মাসের এক শিশুর মুন্ডু উদ্ধার করল পুলিস। গত বুধবার রাতে চন্দ্রগ্রহণে শিশুবলির আশঙ্কা করছে পুলিশ। ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুর ধড়টি এখনো মেলেনি।
আরও পড়ুন - বাইপাসে দুর্ঘটনা, থমকে গোটা কলকাতা, দেখে নিন কোন রাস্তায় জানজটের কী অবস্থা
ঘটনা হায়দরাবাদের চিলুকা নগরের। শুক্রবার ছাদে কাপড় মেলতে গিয়ে মুন্ডুটি দেখতে পান এক মহিলা। পুলিস এসে মুন্ডুটি উদ্ধার করে। অনুমান গত বুধবার চন্দ্রগ্রহণের সময় শিশুটিকে বলি দেওয়া হয়েছে। শিশুটির ধড় না-মেলায় সন্দেহ আরও বেড়েছে।
পুলিস জানিয়েছে, প্রাথমিক অনুমান, ধারালো কিছু দিয়ে শিশুটির শিরশ্ছেদ করা হয়েছে।