ধেয়ে আসছে তিতলি, বাতিল দক্ষিণগামী বহু ট্রেন!
একনজরে দেখে নিন দক্ষিণগামী ট্রেনের সময়সূচি...
নিজস্ব প্রতিবেদন: ধেয়ে আসছে তিতলি, তার প্রভাব ট্রেন চলাচলে। দক্ষিণগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সময়সূচি বদলানো হয়েছে আরও কিছু ট্রেনের। খুরদা রোড ও বিজয়নগরমের মধ্যে বন্ধ ট্রেন চলাচল। ফলে ঘুরপথে চলবে চেন্নাই ও হায়দরাগামী ট্রেন। নির্দিষ্ট রুটে ও নির্দিষ্ট সময়ে চলবে পুরীগামী সব ট্রেন। একনজরে দেখে নিন দক্ষিণগামী ট্রেনের সময়সূচি...
-বুধবার রাত ১০টার পর খুরদা রোড ও বিজয়নগরমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। খুরদা রোড পর্যন্ত যাবে ট্রেন।
-হাওড়া ও খড়্গপুর থেকে দক্ষিণগামী সব আপ ট্রেন বাতিল করা হয়েছে
-বিকাল ৫.১৫ মিনিটের পর থেকে ভদ্রক থেকে দক্ষিণগামী ট্রেন বাতিল
-হায়দরাবাদ ও বিশাখাপত্তনাম থেকে উত্তরগামী সব ডাউন ট্রেন আজকের জন্য বাতিল। সন্ধ্যা ৬.৪০ মিনিটের পর বিশাখাপত্তনামের দুভাদা স্টেশন থেকে উত্তরগামী কোনও ট্রেন ছাড়া হবে না।
-দূরপাল্লার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
-হাওড়া-চেন্নাই মেল বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার সকাল ৮ টায় ছাড়বে।
-হাওড়া-চেন্নাই মেন লাইনের ট্রেন সম্ভবত নাগপুর থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
-মেন লাইনের বেশ কিছু ট্রেন পরিস্থিতি বুঝে বাতিল করা হতে পারে।
তবে পুরীগামী সব ট্রেন নির্দিষ্ট রুটে নির্দিষ্ট সময়েই ছাড়বে বলে রেল সূত্রে খবর।
প্রাথমিকভাবে দেখা গিয়েছিল, ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় 'তিতলি' অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু, গত কয়েক ঘণ্টায় উত্তর দিকে অগ্রসর হয়েছে তিতলি। যার ফলেই আবহাওয়াবিদদের কপালে চিন্তার ভাঁজ।