পাঁচ বছর ধরে প্রতিদিন ৭টি নির্মাণ কাঠামো ধসে পড়ছে

১৩ হাজার ১৭৮ জন। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে নির্মাণ কাঠামো ধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে এত সংখ্যক মানুষ। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান জানান দিচ্ছে এই তথ্য।

Updated By: Apr 6, 2016, 04:29 PM IST
পাঁচ বছর ধরে প্রতিদিন ৭টি নির্মাণ কাঠামো ধসে পড়ছে

ওয়েব ডেস্ক : ১৩ হাজার ১৭৮ জন। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে নির্মাণ কাঠামো ধসে প্রাণ হারিয়েছেন কমপক্ষে এত সংখ্যক মানুষ। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান জানান দিচ্ছে এই তথ্য।

হিসেব বলছে, গত পাঁচ বছরের প্রতিদিন গড়ে ৭টি করে নির্মাণ কাঠামো ধসে পড়ছে। কারণ, ২০১০ থেকে ২০১৪, এই  সময়ে মোট ১৩ হাজার ৪৭৩টি দুর্ঘটনা ঘটে। ২০১০ সালে নির্মাণ কাঠামো ধসে মৃত্যু হয় মোট ২,৬৮২ জনের। ২০১১-তে সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়ায় ৩১৬১। ২০১২-তে এই সংখ্যাটা কিছুটা কমে, ২৬৮২। ২০১৩-তে কমপক্ষে ২৮৩২ জন মানুষ প্রাণ হারান নির্মাণ কাঠামো দুর্ঘটনার ফলে। ২০১৪-তে অবশ্য সবচেয়ে কম প্রাণহানি হয়, ১৮২১।

সম্প্রতি কলকাতার পোস্তায় দিনের ব্যস্ত সময়ে উড়ালপুল ভেঙে পড়ার মত মর্মান্তিক ঘটনা ঘটে। এই বিপর্যয়ে প্রাণ হারান অন্তত ২৭ জন।

.