কাশ্মীরে তুষার ধসে মৃত ৭, উদ্ধার ৩ জন

জম্মু-কাশ্মীরের জওহর টানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় জওহর টানেলে তুষার ধসের ঘটনাটি ঘটে।

Updated By: Feb 9, 2019, 11:08 AM IST
কাশ্মীরে তুষার ধসে মৃত ৭, উদ্ধার ৩ জন

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে তুষার ধস। আর তার জেরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সেখানকার জওহর টানেলে সংলগ্ন এলাকায়। তুষার ধসে চাপা পড়ে যাওয়া সাতজনের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে।

আরও পড়ুন: বিধানসভার ঝাড়ুদার হতে আবেদন ইঞ্জিনিয়ারদের

জম্মু-কাশ্মীরের জওহর টানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় জওহর টানেলে তুষার ধসের ঘটনাটি ঘটে। রাতের অন্ধকারে প্রাথমিকভাবে তল্লাশি অভিযান শুরু করা যায়নি। তবে শুক্রবার দিনের আলো বেরতেই শুরু হয় তল্লাশি অভিযান।

সন্ধ্যার দিকে সাত জনের মৃতদেহ উদ্ধার হয়। অনন্তনাগের ডেপুটি কমিশনার মহম্মদ ইউনিস মালিক জানান, তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: রাফালে নিয়ে PMO-র নাক গলানোর অভিযোগ খারিজ প্রতিরক্ষামন্ত্রীর

শনিবার ফের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। অভিযানে নেমেছে সেনা, আধাসেনা, পুলিস, এসডিআরএফ। তাদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও।

জানা গিয়েছে, তুষার ধসে যাঁরা চাপা পড়েছিলেন, তাঁদের মধ্যে ৬ জন পুলিশ কর্মী, ২ জন দমকল কর্মী ও ২ জন বন্দি। তবে এঁদের মধ্যে কার-কার মৃতদেহ উদ্ধার হয়েছে। আর কাদের জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে, তা জানা যায়নি।

.