শিখরে শেয়ার সূচক, ১১,০০০ ছাড়াল নিফটি
চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের অশঙ্কায় বুধবার উঠলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হয় বাজার। বৃহস্পতিবার অবশ্য সেসবের তোয়াক্কা না করে চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। যদিও বুধবার রাতে ন্যাসড্যাক-সহ প্রায় সমস্ত পশ্চিমি শেয়ার বাজারের সূচক পড়েছে।
নিজস্ব প্রতিবেদন: যাবতীয় আশঙ্কাকে ফুত্কারে উড়িয়ে ফের নতুন শিখরে পৌঁছল ভারতীয় শেয়ার বাজার। বৃহস্পতিবার সকালে সর্বকালের রেকর্ড গড়ে ৩৬,৪৭৭ পয়েন্টে পৌঁছয় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বিএসই। ১১,০০০ পার করেছে নিফটিও।
এদিন সকালে সেনসেক্স খোলে বুধবারের থেকে ২০০ পয়েন্ট ওপরে। সেই সময় বাজারের ৩০টি শেয়ারের মধ্যে ২৬টি শেয়ারই সবুজ সূচকে কারবার করছিল।
চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের অশঙ্কায় বুধবার উঠলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হয় বাজার। বৃহস্পতিবার অবশ্য সেসবের তোয়াক্কা না করে চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। যদিও বুধবার রাতে ন্যাসড্যাক-সহ প্রায় সমস্ত পশ্চিমি শেয়ার বাজারের সূচক পড়েছে।
নেট নিরপেক্ষতায় নতুন নীতিতে অনুমোদন টেলিকম কমিশনের
দিনের শেষে বাজার এই প্রবণতা ধরে রাখতে পারে কি না সেদিকেই নজর বিশেষজ্ঞদের।