চিনের শেয়ার বাজারে ধস, প্রভাব ভারতেও
আজও ধস চিনের শেয়ার বাজারে। চিনের বাজারে সূচক পড়েছে সাত শতাংশ। ফলে দিনের মত বন্ধ হয়ে যায় শেয়ার কেনা-বেচা। এর প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। একধাক্কায় পঁচিশ হাজারের নিচে নেমে গেছে সেনসেক্স। গত উনিশ মাসের মধ্যে এই প্রথম এত নীচে নামল সূচক। ডলারের তুলনায় কমেছে টাকার দামও। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ লগ্নিকারীদের।
ওয়েব ডেস্ক: আজও ধস চিনের শেয়ার বাজারে। চিনের বাজারে সূচক পড়েছে সাত শতাংশ। ফলে দিনের মত বন্ধ হয়ে যায় শেয়ার কেনা-বেচা। এর প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। একধাক্কায় পঁচিশ হাজারের নিচে নেমে গেছে সেনসেক্স। গত উনিশ মাসের মধ্যে এই প্রথম এত নীচে নামল সূচক। ডলারের তুলনায় কমেছে টাকার দামও। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ লগ্নিকারীদের।
বছরের শুরুতেই শেয়ার বাজারে ধস, বেসামাল অবস্থায় লগ্নিকারীরা। একধাক্কায় পঁচিশ হাজারের নিচে নেমে যাওয়ায় অর্থ লগ্নি করতে অনেকটা ভেবে চিন্তেই অঙ্ক কষছেন শেয়ার বাজারিরা। এমন অবস্থা চলতে থাকলে, ভারতীয় অর্থনীতিতে বড় সঙ্কট আসতে চলেছে, এমনটাই মত অর্থনীতিবিদদের।