চাঙ্গা দালাল স্ট্রিট, নয়া রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশীয় বিনিয়োগকারীদের শেয়ার কেনার হিড়িকই এ দিন বাজারকে বেশি চাঙ্গা করে তোলে। এর সঙ্গে ইন্ধন জুগিয়েছে প্রথম সারির কয়েকটি সংস্থার ত্রৈমাসিক রিপোর্ট

Updated By: Jul 26, 2018, 02:20 PM IST
চাঙ্গা দালাল স্ট্রিট, নয়া রেকর্ড গড়ল সেনসেক্স-নিফটি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বানভাসি কলকাতা, দিল্লির মতো একাধিক মেট্রো শহর। তবে বাণিজ্যনগরী বুধবার সকাল থেকেই বেশ চাঙ্গা। কারণ, খুশির জোয়ারে  ভাসছে মুম্বইয়ের দালাল স্ট্রিট। এ দিন সকালে বাজার খুলতেই এক ধাক্কায় নয়া উচ্চতায় পৌঁছয় সেনসেক্স সূচক। ৩৭ হাজারের শিখরে দেখা যায় সেনসেক্সকে। নিফটিও ১১,১৭৬ সূচকে পৌঁছে নয়া রেকর্ড তৈরি করেছে।

আরও পড়ুন- মানুষের মত গরুর জীবনেরও দাম আছে, বললেন যোগী আদিত্যনাথ

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশীয় বিনিয়োগকারীদের শেয়ার কেনার হিড়িকই এ দিন বাজারকে বেশি চাঙ্গা করে তোলে। এর সঙ্গে ইন্ধন জুগিয়েছে প্রথম সারির কয়েকটি সংস্থার ত্রৈমাসিক রিপোর্ট। এ দিন এয়ারটেল এবং আইটিসির জুন মাসের ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। গত ত্রৈমাসিক রিপোর্টের থেকে ৩৬ শতাংশ আয় বৃদ্ধি হয়েছে এল অ্যান্ড টি সংস্থার।

আরও পড়ুন- আমাকে দেখলেই দু'কদম পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা, দাবি রাহুলের

এ দিন শেয়ার বাজারে সবচেয়ে বেশি চাঙ্গা থাকতে দেখা গিয়েছে ব্যাঙ্কের শেয়ারগুলিকে। সকাল ১১টা পর্যন্ত সেনসেক্স দেড়শো পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় ৩৭,০১২-তে। সবচেয়ে চাঙ্গা থাকা শেয়ারগুলির মধ্যে অন্যতম রয়েছে এসবিআই (৪.২৭ শতাংশ), ভারতী এয়ারটেল (১.৪৯ শতাংশ), আইসিআইসিআই ব্যাঙ্ক (১.৪৪ শতাংশ), টাটা মোটরস (১.১১ শতাংশ), আইটিসি (০.৮৯ শতাংশ)। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা ১,১৯৫.৭৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে যেখানে দেশীয় বিনিয়োগকারীরা কিনেছেন ৯৭.৬৪ কোটি টাকার শেয়ার। উল্লেখ্য, বিশ্বের শেয়ার বাজারও চাঙ্গা থাকায় তার প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে।  

আরও পড়ুন- দিল্লিতে অনাহারে ৩ নাবালিকার মৃত্যু, তদন্তের নির্দেশ কেজরিওয়াল সরকারের

.