সেলফি তুলতে গিয়ে মৃত্যু মেরিন ড্রাইভে
ফের সেলফি তুলতে গিয়ে মৃত্যু। এ বার মুম্বইয়ের মেরিন ড্রাইভে। পুলিস জানিয়েছে, ভরা জোয়ারের সময় সেলফি তুলতে যায় সতেরো বছরের কিশোরী প্রীতি শ্রীকৃষ্ণ পিসে। আচমকা পা পিছলে সমুদ্রে তলিয়ে যায় সে। প্রায় পাঁচ মিটার উঁচুতে উঠতে থাকা ঢেউ দেখতে সমুদ্রের তীরে ভিড় করেন সাধারণ মানুষ। পুলিস সতর্ক করলেও ঘটে যায় দুর্ঘটনা।
![সেলফি তুলতে গিয়ে মৃত্যু মেরিন ড্রাইভে সেলফি তুলতে গিয়ে মৃত্যু মেরিন ড্রাইভে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/28/88462-screen-shot-2016-01-15-at-2-33-52-pm.png)
ওয়েব ডেস্ক : ফের সেলফি তুলতে গিয়ে মৃত্যু। এ বার মুম্বইয়ের মেরিন ড্রাইভে। পুলিস জানিয়েছে, ভরা জোয়ারের সময় সেলফি তুলতে যায় সতেরো বছরের কিশোরী প্রীতি শ্রীকৃষ্ণ পিসে। আচমকা পা পিছলে সমুদ্রে তলিয়ে যায় সে। প্রায় পাঁচ মিটার উঁচুতে উঠতে থাকা ঢেউ দেখতে সমুদ্রের তীরে ভিড় করেন সাধারণ মানুষ। পুলিস সতর্ক করলেও ঘটে যায় দুর্ঘটনা।
আরও পড়ুন, প্যান কার্ডের আবেদনের সময় বাধ্যতামূলক হল আধার
আরও পবড়ুন, টিকিটে দেওয়া ভর্তুকির টাকা রেলকে চেক-এ ফিরিয়ে আলোচনায় দম্পতি!