ওরা ওইচ আই ভি পজিটিভ, সেই অপরাধে স্কুল বের করে দিল ১৩ জন শিশুকে
এইচ আই ভি পজিটিভ হওয়ার অপরাধে ১৩ জন অনাথ শিশুকে বের করে দেওয়া হল স্কুল থেকে। শুধু তাই নয় এইচ আই ভি পজিটিভ নয়, এমন ২৩ জন শিশুকে অবিলম্বে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন অন্যান্য শিশুদের অভিভাবকেরা। দক্ষিণ গোয়ার একটি স্কুলের ঘটনা।
এইচ আই ভি পজিটিভ হওয়ার অপরাধে ১৩ জন অনাথ শিশুকে বের করে দেওয়া হল স্কুল থেকে। শুধু তাই নয় এইচ আই ভি পজিটিভ নয়, এমন ২৩ জন শিশুকে অবিলম্বে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন অন্যান্য শিশুদের অভিভাবকেরা। দক্ষিণ গোয়ার একটি স্কুলের ঘটনা।
দক্ষিণ গোয়ার রিবোনা গ্রামের একটি অনাথ আশ্রম নিত্যসেবা নিকেতন। সম্প্রতি এই অনাথ আশ্রমের তেরোটি শিশুর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সমাজের সভ্য নাগরিকদের মানবিকতাকে। এইচ আই ভি পজিটিভ হওয়ার অপরাধে তেরোটি অনাথ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো আওয়ার লেডি অফ ফাতিমা হাইস্কুলের বিরুদ্ধে। এই তেরোটি বাচ্চাকে পাঠানো হয়েছে উত্তর গোয়ার একটি স্কুলে। এখানেই শেষ নয়, তেইশটি অনাথ শিশুকেও স্কুল থেকে বার করার জন্য কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের বিরুদ্ধে। যদিও এই তেইশটি শিশু এইচ আই ভি পজিটিভ নয়।
ওই ১৩টি শিশু গত বছরই আওয়ার লেডি অফ ফাতিমা হাইস্কুলে ভর্তি হয়। তবে শুধুমাত্র পরীক্ষা দিতেই স্কুলে যেত ওই শিশুরা। তাদের পড়াশুনোর যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল অনাথ আশ্রমেই। কিন্তু এইচ আই ভি পজিটিভের বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য শিশুদের অভিভাবকেরা। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এইচ আই ভি পজিটিভ কোনও বাচ্চাকে স্কুল থেকে বার করতে পারে না স্কুল কর্তৃপক্ষ। তবে আওয়ার লেডি অফ ফাতিমা হাইস্কুলের এই ঘটনা শুধু সুপ্রিম কোর্টের গাইডলাইনই নয়, প্রশ্ন তুলেছে মানুষের মানবিকতা নিয়েও।