অসাফল্যকে পরোয়া করি না, ভুল করতে ভয় পাই: অরবিন্দ কেজরিওয়াল

মাত্র গতকালই বেড়িয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। আর সেই ফলাফলেই চমকে গেছে সারা দেশ। নির্বাচনে নবাগত, আট মাস বয়সী আম আদমি পার্টির অভিষেকেই বাজিমাত এখন কেন্দ্রীয় রাজনীতির মূল আলোচ্য বিষয়। ``আপ``-এর উত্থান রাজধানীর রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক করে দিয়েছে কংগ্রেসকে। সোমবার নয়া দিল্লিতে দলের সাফল্যের কৃতিত্ব সাধারণ মানুষকেই দিলেন ``আপ``-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তুলে ধরলেন দলের সদস্যদের কঠিন পরিশ্রমের প্রসঙ্গও।

Updated By: Dec 9, 2013, 08:42 PM IST

মাত্র গতকালই বেড়িয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল। আর সেই ফলাফলেই চমকে গেছে সারা দেশ। নির্বাচনে নবাগত, আট মাস বয়সী আম আদমি পার্টির অভিষেকেই বাজিমাত এখন কেন্দ্রীয় রাজনীতির মূল আলোচ্য বিষয়। ``আপ``-এর উত্থান রাজধানীর রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক করে দিয়েছে কংগ্রেসকে। সোমবার নয়া দিল্লিতে দলের সাফল্যের কৃতিত্ব সাধারণ মানুষকেই দিলেন ``আপ``-এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তুলে ধরলেন দলের সদস্যদের কঠিন পরিশ্রমের প্রসঙ্গও।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আন্না হাজারের একদা ভাবশিষ্যের মন্তব্য `` আপ-এর সাফল্য কারও একার কৃতিত্ব নয়। যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণের মত মানুষরা সত্যিই প্রচুর পরিশ্রম করেছেন।``

এর সঙ্গেই তিনি যোগ করেন ``যখন এক রিক্সাচালক আমাদের আন্দোলনের জন্য তাঁর সঞ্চিত টাকার সবটুকু আমার হাতে তুলে দেন, তখন যে দায়িত্ব তৈরি হয় তা আমার মনে ভয় ধরিয়ে দেয়।``

তাঁর দলের উপর মানুষ যে বিপুল ভরসা দেখিয়েছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে কেজরিওয়াল জানান ``অসফল হওয়াকে আমি পরোয়া করি না, কিন্তু ভুল করতে ভয় পাই।``

আমআদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়াল অভিষেকেই দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে নতুনদিল্লি বিধানসভা কেন্দ্রে ২৫,০০০-এর বেশি ভোটে পরাজিত করেছেন। এই `জায়ান্ট কিলার`-এর দল ছিনিয়ে নিয়েছে দিল্লির ২৮টি আসন। বিজেপি পেয়েছে ৩১টি আসন। কংগ্রেস কোনওরকমে ৮টি আসন জোটাতে পেড়েছে।

.