ছররা ছাড়ুন, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
ছররা ছেড়ে অন্য অস্ত্রে শান দিন। ছররা বা পেলেট গানের ব্যবহারে বহু মানুষ চিরতরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন বা অনেক সময় মারা যাচ্ছেন। তাই (মূলত জম্মু-কাশ্মী সীমান্তের) পাথর ছোঁড়া জনতাকে রুখতে অন্য পন্থার কথা ভাবতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে আগামী ১০ই এপ্রিলের মধ্যে (ওই দিনই পরবর্তী সুনানি) এবিষয়ে সরকারের সিদ্ধান্ত সবিস্তারে জানাতে বলেছে শীর্ষ আদালত।
ওয়েব ডেস্ক: ছররা ছেড়ে অন্য অস্ত্রে শান দিন। ছররা বা পেলেট গানের ব্যবহারে বহু মানুষ চিরতরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন বা অনেক সময় মারা যাচ্ছেন। তাই (মূলত জম্মু-কাশ্মী সীমান্তের) পাথর ছোঁড়া জনতাকে রুখতে অন্য পন্থার কথা ভাবতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিকে আগামী ১০ই এপ্রিলের মধ্যে (ওই দিনই পরবর্তী সুনানি) এবিষয়ে সরকারের সিদ্ধান্ত সবিস্তারে জানাতে বলেছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ছররার ব্যবহার নিয়ে নানা মহলে বিতর্ক উঠছে। বিশেষ করে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে উত্তাল হয়ে ওঠা উপত্যকায় বিক্ষুব্ধদের 'আয়ত্তে আনতে' ব্যপক হারে ব্যবহৃত হয় ছররা। আর তাতেই চিরতরে দৃষ্টিহীন হয়ে পড়েন অনেকে, এমনই অভিযোগ। আন্তর্জাতিক মঞ্চেও এজন্য ভারতকে অস্বস্তিজনক প্রশ্নের সামনে পড়তে হয়। সেই প্রেক্ষিতেই আজকের এই রায় রীতিমতো গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।