মুখ্যমন্ত্রীকে নোটিস সুপ্রিম কোর্টের

রাজ্যের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ বিতর্কে মুখ্যমন্ত্রীকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। মুখ্য স্বাস্থ্য উপদেষ্টার পদে সুকুমার মুখার্জির নিয়োগ বিতর্কেই এই নোটিস।  চিকিত্সার গাফিলতিতে অনুরাধা সাহা মৃত্যু মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সুকুমার মুখার্জি।

Updated By: Oct 19, 2012, 02:02 PM IST

রাজ্যের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ বিতর্কে মুখ্যমন্ত্রীকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। মুখ্য স্বাস্থ্য উপদেষ্টার পদে সুকুমার মুখার্জির নিয়োগ বিতর্কেই এই নোটিস। 
চিকিত্সার গাফিলতিতে অনুরাধা সাহা মৃত্যু মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত সুকুমার মুখার্জি। মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা পদে তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অনুরাধা সাহার স্বামী কুণাল সাহা। মামলার শুনানির সময় জবাবদিহির তালিকা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেয় হাইকোর্ট। সুপ্রিম কোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেন কুণাল সাহা। সেই আবেদনের শুনানিতেই আজ মুখ্যমন্ত্রীকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। 
মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ ঘিরে মামলায় কেন, মুখ্যমন্ত্রীকেও পক্ষ করা হবে না, নোটিসে তাই জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, নোটিস দেওয়া মানেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগগুলিকে ঠিক বলে ধরে নেওয়া নয়। আবার হাইকোর্টের তরফেও জবাবদিহির তালিকা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া ঠিক হয়নি বলেই সুপ্রিম কোর্টের মত। মুখ্যমন্ত্রীর পাশাপাশি, এই মামলায় রাজ্য সরকার, সুকুমার মুখার্জি এবং মেডিক্যাল  কাউন্সিল অফ ইন্ডিয়াকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। সবপক্ষকেই ছ`সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

.